সৈয়দ হারুনুর রশীদ,নবাবগঞ্জ প্রতিনিধি: দিনাজপুর জেলার নবাবগঞ্জে ভাইকে পিতা সাজিয়ে ০৩.৫৯ শতক জমি আত্মসাতের অপচেষ্টা আদালতে মামলা চলমান। আদালতে মামলার বাদী মৃত লুবিস হাসদার একমাত্র ছেলে বিনেস হাসদার পৈত্রিক সূত্রে প্রাপ্ত হরিরামপুর মৌজায় এসএ ১৩২ খতিয়ান, সিএস ৫৩ খতিয়ান, ৩১৬ নং দাগে ৩ একর ৫৯ শতক বসতভিটা,কবরস্থান,বিভিন্ন প্রজাতির গাছের বাগানসহ আবাদি ও-ই ০৩ একর ৫৯ শতক জমি ভাইকে পিতা সাজিয়ে বানোয়াট ভিত্তিহীন সোলেনামা দেখিয়ে বর্ণিত জমি দীর্ঘ ২৫-২৬ বছর ধরে জবরদখল করে ভোগ করে আসছে ভূমিদস্যু গোলাম মর্তুজা ওরফে ফটিক।

দিনাজপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দাখিলকৃত ও-ই মামলার কাগজপত্র ও সাক্ষ্য প্রমাণে প্রতিয়মান হয় বিবাদী যে ভাইকে পিতা সাজিয়ে বানোয়াট ও ভিত্তিহীন সোলেনামা দেখিয়ে বাদিকে উচ্ছেদ করে দীর্ঘ ২৬ বছর ধরে জবরদখল এবং ভোগ করে আসছে কর্তৃপক্ষ গোলাম মর্তুজা ওরফে ফটিক। উল্লেখ্য আদালতের সর্বশেষ আদেশ বাদী বিনেস হালদার পক্ষে আদেশ হলেও বিবাদী ও-ই আদেশ কে অমান্য ও অগ্রাহ্য করে বাদীর বাড়ি ঘর,বসতভিটা, কবরস্থান,বিভিন্ন ফলের বাগান সহ উচ্ছেদ করে ভেকু মেশিন এবং ট্রাক যোগে মাটি পর্যন্ত খনন করে নিয়ে গিয়ে বিক্রি করে।এমনকি বাদীর বাবা লুবিস হাসদার লাশকেও গোপন করে অন্যত্র দাফন করে। অথচ ও-ই কবরস্থানে লুবিস হাসদার মা-বাবাসহ স্বজনদের কবর রয়েছে। অত্র মামলার প্রতিপক্ষ গোলাম মর্তুজা এ মামলায় একজন ভূমিদস্য জবর দখলকারী এবং মিথ্যা, বানোয়াট মামলা সৃষ্টি করে অসহায়,উপজাতি, সাওতাল সংখ্যালঘু মানুষকে অযথা হয়রানীকারী বলে এলাকায় পরিচিত হলেন।

বিনেস হাসদার আদালতে দায়ের কৃত মামলা নং ৩০/২২ নবাবগঞ্জ।সর্বশেষ বিনেস হাসদার আদালতে ৭৮ পি ২০২৫ মামলা চলমান।দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৭ নং দাউদপুর ইউনিয়নের হরিরামপুর মৌজায় প্রায় ২৬ বছর পূর্বের বর্গা চাষী হিসেবে ভোগ করা ০৩ একর ৫৯ শতক জমি আদালতের মামলার রায় পাওয়ার পরেও এক নিরীহ আদিবাসীকে ও-ই জমির দখল ছেড়ে দিতে বিভিন্ন প্রকার তাল বাহানা করে আসছে ভুমিদস্যু গোলাম মর্তুজা ওরফে ফটিক।মৃত লুবিস হালদার একমাত্র ছেলে বিনেস হাসদা(৩৯) ন্যায় বিচারের আশায় আদালত সহ বিভিন্ন জনের কাছে ঘুরে বেড়াচ্ছে।

এ বিষয়ে প্রতিপক্ষ গোলাম মর্তুজার সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন কবে রায় হয়েছে তা আমার জানা নেই।সর্বশেষ বিনেস হাসদা ১৪৪ ধারামতে বিচার প্রার্থনা করে আদালতে ৭৮ পি ২০২৫ মামলা দায়ের করে।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
আরও পড়ুন
 

শিরোনাম :

নবাবগঞ্জে ভাইকে পিতা সাজিয়ে ৩.৫৯ শতক জমি আত্মসাতের অপচেষ্টা আদালতে মামলা ফুলবাড়িতে ১০০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদের ছত্রছায়ায় পার্বতীপুর ভূমি অফিসে ঘুষ বানিজ্যে বগুড়ায় বিস্ফোরক মামলায় দুই নিষিদ্ধ আমিলীগের নারী নেত্রী গ্রেফতার রাজারহাটে তিস্তায় চর মন্ত্রনালয়ের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত  রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৩জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৩১ জন ঠাকুরগাঁওয়ে এমকে ট্যুরস এন্ড ট্রাভেল এর উচ্চতর ডিগ্রী গ্রহণ ও চীনে কর্মক্ষেত্র অবহতি করণ বাংলাদেশে সন্ত্রাসী দল আমীলীগকে নিষিদ্ধ ঘোষণা চিরনিদ্রায় শায়িত হলেন দেশবরেণ্য সংগীত শিল্পী মোস্তফা জামান আব্বাসী আদমদীঘিতে নাশকতা মামলায় আমীলীগ নেতা গ্রেপ্তার বগুড়ায় হত্যা মামলায় আলোচিত সন্ত্রাসী ঝুমুর সরকার গ্রেপ্তার নৌ-অভিযান শুরুর আগেই ভোলাইয়া অপরাধকারীরা খবর পেয়ে যায় ঠাকুরগাঁওয়ে হাওলাদার এগ্রোর গবাদি পশুকে সাইলেজ খাওয়ানোর কার্যকারিতা কর্মশালা অনুষ্ঠিত আমিলীগ নিষিদ্ধের এক দফা দাবিতে হাবিপ্রবিতে অবস্থান কর্মসূচি পালন ফুলবাড়ীতে অটো রিক্সা চোর চক্রের ৫জন গ্রেফতার, চোরাই অটোরিক্সার বিভিন্ন মালামাল উদ্ধার ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ভোলা-বরিশাল সেতুর স্থান সরেজমিনে পরিদর্শন ভোলা জেলার কোন থানা এলাকাতেই আইনেরই কোন বাস্তবায়ন নাই আওমী ও যুবলীগের ৩ জন নেতা কর্মী নওগাঁয় বেড়াতে এসে গ্রেপ্তার  তাহিরপুরে পল্লী চিকিৎসককে কুপিয়ে জখম গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বগুড়ার মহাস্থানগড়ে সাধু-সন্ন্যাসী ও বাউলদের মিলন মেলা বগুড়ায় ছেলেসহ জামায়াত নেতাকে হাত-পা বেঁধে মারপিট,বাইক-ফোন ছিনতাই ঠাকুরগাঁওয়ে বিআরটিএ অফিসে অভিযানের আগে ছদ্মবেশে ছিল দুদকের টিম আদমদীঘিতে অশ্রু ভেজা চোখে ইউএনওকে বিদায় মহাসড়কে খড় শুকাতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় প্রান গেল দিলীপের ঈদুল আজহায় সরকারি ছুটি টানা ১০ দিন জীবনে অনেক পুরুষ সার্থকতা খুজে পায় না ডোমারে নতুন ইউএনও শায়লার যোগদান এবং নাজমুলের বিদায় সংবর্ধনা ঠাকুরগাঁও এর আকাশে হঠাৎ করে ভারতীয় বিমানের আনাগোনা  প্রাইমারি প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
Translate Here »