এনামুল হক, নওগাঁ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ
নওগাঁর সাপাহারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের বাৎসরিক মিলনমেলা। বুধবার সকাল ১০টায় সাপাহার আল রাফি চায়নিজ রেস্টুরেন্টে এ মিলনমেলার আয়োজন করা হয়। মিলনমেলাকে কেন্দ্র করে পুরো রেস্টুরেন্টে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মজিবুর রহমান। পৃষ্ঠপোষকতা করেন বাদশা আলমগীর। অনুষ্ঠানে এলাকার ইলেকট্রিশিয়ান, স্যানিটারি ও প্লাম্বিং মিস্ত্রি, উপকরণ সরবরাহকারী, ঠিকাদারসহ সংশ্লিষ্ট নানা পেশার মানুষ অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক বৃন্দগন।
সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান তার বক্তব্যে বলেন,
মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজকে আজকের অবস্থানে আনতে আপনাদের অবদান সবচেয়ে বেশি। আপনারা যেভাবে আমাদের প্রতি আস্থা ও সমর্থন দেখিয়েছেন, তা আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব।
তিনি আরও বলেন,এই মিলনমেলা যদিও ছোট পরিসরে আয়োজন করা হয়েছে, সামনে আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। আপনাদের সহযোগিতা আর উপস্থিতি আমাদের জন্য বিরাট প্রেরণা। আপনাদের ভালোবাসা ছাড়া এমন আয়োজন সম্ভব নয়।
আলোচনা পর্বে বক্তারা প্রতিষ্ঠানটির মানসম্মত সেবা, গ্রাহকমুখী আচরণ এবং পণ্যের গুণগত মানের প্রশংসা করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও ভাই ভাই এন্টারপ্রাইজ একইভাবে সেবা দিয়ে যাবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় এবং প্রতিষ্ঠানটির উন্নয়ন ও সেবার মান আরও বৃদ্ধি করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। মিলনমেলা শেষে অতিথিদের আপ্যায়নে খাবারের আয়োজন করা হয়, যা অনুষ্ঠানের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।