এনামুল হক,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার সাপাহার উপজেলার রাইপুর মৌজায় জেএল নং ৫৫ ও দাগ নাম্বার ৬৫৭ এলাকায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)- ও জেলা প্রশাসক কর্তৃক গভীর নলকূপের অনুমোদন পেয়ে চেক টাকার পরও স্থাপন হয়নি গভীর নলকূপ লোকসানের মুখে কৃষকগণ, শতাধীক কৃষকগণের স্বাক্ষরিত লিখিত অভিযোগ ওঠেছে বরেন্দ্র কর্তৃপক্ষের উপর।এ বিষয়ে ওই গ্রামের শতাধিক কৃষকগণের স্বাক্ষরিত একটি অভিযোগ রিজিয়ন-২ (পত্নীতলা) নির্বাহী প্রকৌশলীর বরাবর জমা দেন।

এ বিষয়ে গ্রামের শতাধিক কৃষক স্বাক্ষরিত অভিযোগে বলেন, জে এল নম্বর ৫৫, দাগ নম্বর ৬৫৭, মোজা- রায়পুর, সাপাহার, নওগাঁ- এ স্থাপিত একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছিল দীর্ঘদিন গভীর নলকূপটি চলার পর অকেজো হয়ে পড়ায় পূণরায় গ্রামবাসি পূণ স্থাপনের জন্যে আবেদন করলে যে স্থানে গভীর নলকূপটি ছিল সে জায়গার মালিক বাদা প্রদান করেন বলে আমার এখানে আর নলকূপ স্থাপন করা যাবে না ৩ শতাংশ জমির মূল্য অনেক এরকম সমস্যার সমুক্ষীন হলে গ্রামের লোকজন অনেক খোঁজা পুঁজির পর আরেকটা স্থান নির্বাচন করেন জায়গার মালিকের সাথে কথা বলে এবং গণরুপে জন্য পার্টিসিপেশন ফি ১লাখ টাকা গ্রামবাসীর কৃষকের পক্ষে জমা প্রদান করেন।

এই গণকূপের আওতায় ১০০ জন কৃষকের ধানসহ বিভিন্ন ফসলের প্রায় ২০০ বিঘা জমি রয়েছে। সে কারনে ওই মাঠে অন্য স্থানের টেস্ট বোরিং (বালু টেস্ট) করার মৌখিক অনুমতি দেন কর্তৃপক্ষ। তারা সরেজমিনেও পরিদর্শন করেন। ২২/০১/২৫ তারিখে বালু টেস্ট রিপোর্ট এ স্বাক্ষর করেন তারাসহ আরো ৫ জন। এরপর আবারও তারা হয়রানি শুরু করেন।

কৃষকগণ অভিযোগে আরোও উল্লেখ করেন বরেন্দ্র্র কর্তৃপক্ষের পরিষদর্শক আব্দুর রব বিভিন্ন টার বাহানা করে ৪০ হাজার টাকা ঘুষ গ্রহণের দাবি করেন। আব্দুর রব কৃসকদের হুমকি দিযে বলেন আমার বাড়ি নাচোল বেশি চেষ্টা করছেন, জানতে পারলে চীরদিনের মতো গভীর নলকূপ করা বন্ধ করে দিবো। নাহলো আমার মতোনীতি লোকের সাথে সমঝোতা করে আসেন। অফিসে আসলে কপালে বিপদ আছে এসব বলে হুমকি দেন তিনি। আপনাদের গভীর নলকূপ বন্ধ থাকলে আমার কোনো ক্ষতি নেই। বরং হলে ঝামেলা বাড়বে। তার হুমকী ও হয়রানির জন্য এই গণকূপের আওতাধীন কৃষকদের প্রায় ২০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

বরেন্দ্র কর্তৃপক্ষের পরিষদর্শক আব্দুর রব এর সাথে কথা হলে তিনি জানান,কেন গভীর নলকূপ স্থাপন হচ্ছে না সে বসিয়ে বড় কর্ককর্তার সাথে কথা বললে ভালো হয়।দায়িত্বে থাকা এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সাথে কথা হলে তিনি জানান, ওই গভীর নলকূপ স্থাপনের পার্টিসিপেশন ফি এর টাকা আমার দায়িত্ব পাওয়ার আগে যে অফিসার দায়িত্বে ছিলেন সে গ্রহণ করেছে আমি দায়িত্ব পাবার পর দেখি ওখানে দুটি পক্ষ দুর জায়গায় গভীর নলকূপ স্থাপন করতে চা আমি দুপক্ষকে এক সাথে ডেকে বলেছি আপনার দুপক্ষ এক হয়ে সিদ্ধান্ত নেন কোথায় স্থাপন করলে ভালো হবে সেটার রেজুলেশন দিলে কাজ শুরু হবে।কৃষকগণ দাবী করে বলেন অতিদ্রুত গভীর নলকূপ স্থাপন করে আমাদের কৃষি ফসল গুলোকে বাঁচাক।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

নওগাঁর সাপাহারে গভীর নলকূপে কৃষকদের হয়রানির অভিযোগ আদমদীঘিতে হত্যার উদ্দেশ্যে গৃহবধূকে মাথায় আঘাত,পুলিশের নেই তৎপর বগুড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগের তদন্তে সত্যতা মিলেছে দিনাজপুরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ কুড়িগ্রামে ইস্কাফসহ ১মাদক কারবারী আটক বিরামপুরে ঢেঁড়স চাষে অল্প খরচে বেশি লাভ তুষার সিরামিকসের বজ্র নিষ্কাশনে পরিবেশ নষ্ট ব্যাখ্যা নেই ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরে গাইবান্ধায় ঝড়ে গাছের ডাল ভেঙে র‍্যাব সদস্য নিহত হয়েছেন। নওগাঁর সাপাহারে হ্যাপি ম্যাংগো প্রসেসিং ইন্ডাস্ট্রির যাত্রায় সম্ভাবনার দিগন্ত সাভারে পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার ঈদুল আযহার অগ্রীম ট্রেনের টিকিট বিক্রয় শুরু ২১মে থেকে,চলবে ১০টি বিশেষ ট্রেন দিনাজপুরে নার্স দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বিরামপুরে ট্রেনের ধাক্কায় বাবার মৃত্যু ছেলে হাসপাতালে নবাবগঞ্জে ভাইকে পিতা সাজিয়ে ৩.৫৯ শতক জমি আত্মসাতের অপচেষ্টা আদালতে মামলা ফুলবাড়িতে ১০০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদের ছত্রছায়ায় পার্বতীপুর ভূমি অফিসে ঘুষ বানিজ্যে বগুড়ায় বিস্ফোরক মামলায় দুই নিষিদ্ধ আমিলীগের নারী নেত্রী গ্রেফতার রাজারহাটে তিস্তায় চর মন্ত্রনালয়ের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত  রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৩জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৩১ জন ঠাকুরগাঁওয়ে এমকে ট্যুরস এন্ড ট্রাভেল এর উচ্চতর ডিগ্রী গ্রহণ ও চীনে কর্মক্ষেত্র অবহতি করণ বাংলাদেশে সন্ত্রাসী দল আমীলীগকে নিষিদ্ধ ঘোষণা চিরনিদ্রায় শায়িত হলেন দেশবরেণ্য সংগীত শিল্পী মোস্তফা জামান আব্বাসী আদমদীঘিতে নাশকতা মামলায় আমীলীগ নেতা গ্রেপ্তার বগুড়ায় হত্যা মামলায় আলোচিত সন্ত্রাসী ঝুমুর সরকার গ্রেপ্তার নৌ-অভিযান শুরুর আগেই ভোলাইয়া অপরাধকারীরা খবর পেয়ে যায় ঠাকুরগাঁওয়ে হাওলাদার এগ্রোর গবাদি পশুকে সাইলেজ খাওয়ানোর কার্যকারিতা কর্মশালা অনুষ্ঠিত আমিলীগ নিষিদ্ধের এক দফা দাবিতে হাবিপ্রবিতে অবস্থান কর্মসূচি পালন ফুলবাড়ীতে অটো রিক্সা চোর চক্রের ৫জন গ্রেফতার, চোরাই অটোরিক্সার বিভিন্ন মালামাল উদ্ধার ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ভোলা-বরিশাল সেতুর স্থান সরেজমিনে পরিদর্শন
Translate Here »