admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ মে, ২০২২ ১:৫৩ অপরাহ্ণ
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ দ্রুত নিরাপদ সেবাই আমাদের মূল লক্ষ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আমের বাণিজ্যিক রাজধানী খ্যাত নওগাঁর সাপাহারে সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস “আম মৌসুম” এর শাখা, প্রতিনিধি ও আম ব্যবসায়ী সম্মেলন-২০২২ ইং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫ টায় উপজেলা সদরের থানা রোডে পল্লী বিদ্যুৎ অফিসের ৩ য় তলায় সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিসের নওগাঁ শাখা ব্যবস্থাপক মোঃ নাজমুল হক ও সাপাহার প্রতিনিধি মোঃ রনি চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় এ উপজেলা হতে চলতি আম মৌসুমে কুরিয়ার সার্ভিসের মধ্যমে দেশের বিভিন্ন স্থানে আম সরবহারের বিভিন্ন সুযোগ, সুবিধা, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে অনলাইন আম ব্যবসায়ী ও স্থানীয় আম ব্যবসায়ীদের সাথে উম্মুক্ত আলোচনা করেন সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিসের চীফ অপারেটিং অফিসার মোঃ এমদাদুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক (উত্তর বঙ্গ) মোঃ ইব্রাহীম হোসাইন, নওগাঁ জেলা শাখা ব্যবস্হাপক নাজমুল হক।
এ সময় সমাজ সেবক মোজাহারুল হক চৌধুরী, উপজেলার অনলাইন আম ব্যবসায়ী ও স্থানীয় আম ব্যবসায়ী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।