admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২২ ১২:৫৪ অপরাহ্ণ
এনামুক হক, নওগাঁ নওগাঁর ধামইরহাটে কীটনাশক পান করে আদিবাসী গৃহবধূর আত্মহত্যা। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) জানায়ায় রাতে উপজেলা স্বাস্থ্যপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত বড় মোল্লাপাড়া নামক এলাকার পরিমল সরেন এর স্ত্রী।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার বিকালে বিউটি হাসদা পারিবারিক বিষয়ে মনোমালিন্য নিয়ে সকলের দৃষ্টির আড়ালে স্বামীর বাড়িতে থাকা অবস্থায় কীটনাশক পান করে। পরে তাকে আহত অবস্থায় স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কারালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতে সে মারা যায়। নিহত বিউটি হাসদা আড়াই মাস বয়সী এক ছেলে সন্তানের জনণী ছিলেন।
নিহতের স্বামী পরমিল সরেণ বলেন, আমার স্ত্রীর সাথে আমার এবং আমার পরিবারের কারো কোন বিষয়ে কোন ঝামেলা ছিল না। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী বলেন, এবিষয়ে এখনো থানায় কেহ অভিযোগ করেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের