admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৩ ১১:১৮ অপরাহ্ণ
হরিপুর উপজেলা প্রতিনিধি ঠাকুরগাঁও: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদীয় আসন ঠাকুরগাঁও-২, আসনে ৭জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে অংশ গ্রহণের জন্য দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং অফিসার ও কেউ সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবরে নমিনেশনপত্র জমা করেন। বিপুল উৎসাহ উদ্দীপনা মধ্যে লক্ষ্য করা গেছে।
নমিনেশন ফরম জমা আগে প্রার্থীগণ নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, এসময় উপস্থিত নেতাকর্মীদের বলেন, ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ প্রতীকের ভোট দিতে হবে। প্রার্থীগণ আরো বলেন, গুজবে কান না দিয়ে ৭ জানুয়ারি ভোটার উপস্থিতি বৃদ্ধির জন্য সকলকে ঐকান্তিক প্রচেষ্টায় সফলভাবে কাজ করতে হবে।
যারা নমিনেশন জমা দিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে মো,মাজহারুল ইসলাম, পিতা আলহাজ্ব মো,দবিরুল ইসলাম, গ্রাম,গোয়ালকারী, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও,
বাংলাদেশ জাতীয় পার্টির পক্ষ হতে মোছা,নুরুন নাহার বেগম, হাউদা বড়বাড়ি,বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও, তৃণমূল বিএনপি পক্ষ হতে মো,মোজাফফর হোসেন, পিতা,মৃত মফিজ উদ্দিন, গ্রাম,বশলগাঁও হরিপুর।
ঠাকুরগাঁও, জাকের পার্টির পক্ষ হতে মো,নুর আলম সিদ্দিক, পিতা,মো,মসলিম উদ্দিন, গ্রাম বুজরুক, হরিপুর, ঠাকুরগাঁও,স্বতন্ত্র প্রার্থী হিসেবে নমিনেশন ফরম জমা দিয়েছেন, মো,আলী আসলাম,পিতা, মোহাম্মদ আলী, গ্রাম বড়বাড়ি,বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও, মোছা,রিমপা আকতার পিতা, মো,রফিকুল ইসলাম , বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও মো,আবদুল কাদের, পিতা, মো,মফিজ উদ্দিন, গ্রাম, পশ্চিম কাদিহাট, রানীসংকৈল, ঠাকুরগাঁও।