admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২১ ১২:৪৪ অপরাহ্ণ
দেশে চলতি বছরের এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৯৩.৫৮। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর। এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলে পাসের হার ৯৩.৫৮। অবশ্য ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৯৪.০৮। রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, বিআইসিসি, সকালে পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে চলতি বছরের গত ১৪ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৩ নভেম্বর।
চলমান করোনাভাইরাসের মহামারির কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়। জানা যায়, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। আগের বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। আগের বছর পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন।
যেভাবে ফল জানা যাবেঃ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এ ক্ষেত্রে http://www.educationboardresults.gov.bd এ রোল নম্বর, পরীক্ষার নাম ও বোর্ড সিলেক্টশন করে সাবমিট করলেই ফল মিলবে। অন্যদিকে, যেকোনো মোবাইলে নম্বর থেকে এসএমএস পাঠাতে মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের শুরুর ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। পুরো প্রক্রিয়াটি হবে এ রকম- SSC DHA 123456 2021> ১৬২২২।
এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে মেসেজে গিয়ে DAKHIL লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন- DAKHIL MAD 123456 2021> ১৬২২২।
প্রাথমিকভাবে ২৭ ডিসেম্বর ফল প্রকাশের কথা জানানো হলেও প্রধানমন্ত্রীর বিদেশ সফরের কারণে তা পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়। করোনা মহামারির কারণে নির্ধারিত সময়ের সাড়ে ৮ মাস পর এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এ বছর। উত্তীর্ণরা আগামী ৫ জানুয়ারি থেকে কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।