হানিফুর আলী,স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের হরিপুরে তাসলিমা কোম (৪৭) নামে দুই সন্তানের জননী পারিবারিক কলহ বিবাদের কারণে স্বামীর উপর অভিমান করে বাড়ির পাশে কাঠাল গাছের ডালে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্বহত্যা করেছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
১ নং ইউনিয়ন চেয়ারম্যান তরিকুল ইসলাম মৃতের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত ১১ টায় উপজেলার মারাধার পূর্বপাড়া গ্রামে।
মৃত তাসলিমা ওই গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে গতকাল রবিবার ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।