admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ জুন, ২০২০ ২:৩৪ পূর্বাহ্ণ
মোঃ রেজু, বোচাগঞ্জ, দিনাজপুর প্রতিনিধিঃ বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার শহিদ পাড়া দিনাজপুর জেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি কর্তৃক রেডজোন ঘোষণা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য পঃপঃ অফিস সুত্রে জানা গেছে, গত কয়েকদিনের ব্যবধানে উক্ত এলাকায় করোনা সংক্রমণ দ্রুতহারে বৃদ্ধি পাওয়া এবং সেই সাথে জেলার অন্যান্য এলাকায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জেলার মোট ১১ টি এলাকা রেডজোন হিসেবে ঘোষণা করা হয়।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দিনাজপুর শহরের ৪ টি এলাকা সহ জেলার ১১ টি এলাকা রেড জোন ঘোষণা করতে স্বাস্থ্য অধিদপ্তর কে পত্র দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দিনাজপুর শহরের ৪টি এলাকা সহ জেলার যে ১১ টি এলাকাকে ঝুকিপূর্ণ চিহ্নিত করে রেডজোন ঘোষণার প্রস্তাবনা দিয়েছিলেন কমিটির আহবায়ক দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহবুবুল আলম। সদস্য সচিব জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস বৃহষ্পতিবার ১৮ জুন উল্লেখিত এলাকা সমূহকে রেড জোন হিসাবে ঘোষনা দেন।