তহমিনা বেগম বিউটি,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ
দিনাজপুর জেলার পুলিশ সুপার জেদান আল মুসা, (পিপিএম) এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আনোয়ার হোসেন এর নেতৃত্বে চলমান ডেভিল হান্ট অপারেশন-২ কার্যক্রম এর অংশ হিসেবে দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫/১২/২০২৫ খ্রিঃ ১৮.৩০ ঘটিকার সময় নীলফামারী জেলার সৈয়দপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক মামলার পলাতক আসামি দিনাজপুর জেলার পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ মোঃ শাহ আলম জীবন (৩৯), সাবেক সিআইপি, পিতা- মৃত আঃ আজিজ, মাতা- মৃত আনোয়ারা বেগম, সাং- কাঞ্চন কলোনী, ওয়ার্ড নং-০২, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুর। বর্তমান ঠিকানা- সাং-মনিপুরি পাড়া, ফার্মগেট, থানা-তেজগাঁও, জেলা-ঢাকা’থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী শেখ শাহ আলম বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দিনাজপুর জেলার বিভিন্ন থানা এলাকায় টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত ছিলেন। তিনি বিগত ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রামদা-অস্ত্র হাতে নিয়ে ছাত্র-জনতার উপর আক্রমণ করাসহ বির্তকিত ভূমিকা পালন করে।
যা তৎকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। তিনি দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়ানোর জন্য আত গোপনে ছিলেন। সম্প্রতি পালাতক ফ্যাসিস্ট ও তাদের দোসরদের সাথে যোগাযোগের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করে আসছে মর্মে জানা যায়।
তাহার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানা এলাকায় হত্যাসহ মোট ০৭ (সাত) টি জি আর মামলা ও অপর ০১ (এক)টি মামলায় গ্রেফতারি পরোয়ানা মূলতবী রয়েছে। ইতোমধ্যে তাকে মূলতবী মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে। মামলা সমূহের অন্যান্য আসামীদের তথ্য ও আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করতে তাদের পরিকল্পনাসহ সংশ্লিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন প্রেরণ করা হবে।