জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত মব ভায়োলেন্স, চাঁদাবাজি ও বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সেনাবাহিনীর কঠোর ও দৃঢ় ভূমিকা পালন করছে।
সারা দেশের ন্যায় দিনাজপুরেও সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনসাধারণের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে দিনাজপুরে মোতায়েনরত সেনাসদস্যগন মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করছে।
মঙ্গলবার (২৭ মে ২০২৫) বেলা পৌনে ১২টায় দিনাজপুর সেনাবাহিনীর ক্যাম্পে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে দিনাজপুর ২৮ বীর আর্মি ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্ণেল খ. ম আরাফত আলী এ তথ্য জানান।
তিনি আরো বলেন, সারা দেশের ন্যায় দিনাজপুরের সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনসাধারণের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে দিনাজপুরে মোতায়েনরত সেনাসদস্যগন মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করছে।তিনি বলেন, চাঁদাবাজি, অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ডসহ যে কোন ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আজ থেকে সেনাবাহিনী মাঠে থাকবে।
চাঁদাবাজি, অনৈতিক কর্মকাণ্ড, মাদকসহ যে কোন ধরনের সহিংসতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী কাজ করবে।তিনি যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্যও সাংবাদিকদের প্রতি আহবান জানান।