admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২১ ১০:২৭ পূর্বাহ্ণ
দিনাজপুরে বজ্রপাতে ৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ আগস্ট) দুপুরে বৃষ্টির মধ্যে মাঠে ফুটবল খেলার সময় ৪ জন এবং বিকেলে মাছ ধরার সময় ৩ জন মারা যান। মৃতদের অধিকাংশই শিশু। এসব তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার উপপরিদর্শক মোহাম্মদ আসাদ। তিনি বলেন, দিনাজপুর উপশহরের ৮ নম্বর নিউ টাউন রেলঘুণ্টি এলাকায় কিছু কিশোর ফুটবল খেলছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হন ৪ জন। তারা হলেন- স্থানীয় সাদিকুলের ছেলে আপন (১৬), মৃত সিদ্দিকের ছেলে হাসান (১২), আমিনুল ইসলামের ছেলে সাজ্জাদ (১৩) এবং রাজু মন্ডলের ছেলে মিম (১২)।
এছাড়া আহত হয়েছেন আরও ৩ জন। বিকেল সাড়ে ৩টার দিকে বজ্রপাতে আরও ৩ জনের মৃত্যু হয় চিরিরবন্দর উপজেলায়। সেখানকার দক্ষিণ শুকদেবপুর গুড়িয়া পাড়ায় পুকুরে মাছ ধরার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান স্থানীয় মোকসেদের ছেলে নুর ইসলাম (২৪), সামুর ছেলে আব্দুর রাজ্জাক (২৩) এবং আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২)।