তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫ ৭:২২ পূর্বাহ্ণ
দিনাজপুর জেলার পুলিশ সুপার মারুফাত হুসাইন দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দিনাজপুর কর্তৃক অনলাইনভিত্তিক ক্যাসিনো জুয়া চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়।
গত ২২ নভেম্বর ২০২৫ তারিখে অফিসার ইনচার্জ ডিবি এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন কালীতলা এলাকার মেসার্স মনি এন্টারপ্রাইজ বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে অভিযান চালিয়ে প্রথমে ২ জনকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পার্বতীপুরের মেলার ডাঙ্গা এলাকায় দ্বিতীয় অভিযানে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানে মোট ৫ জন আসামী গ্রেফতার এবং অনলাইন ক্যাসিনো পরিচালনায় ব্যবহৃত নিচের সরঞ্জামসমূহ জব্দ করা হয়ঃ ১২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি বাটন মোবাইল ফোন, ১টি ল্যাপটপ, ১টি সিপিইউ ও ১টি মনিটর।