হানিফুর আলী, স্টাফ রিপোর্টারঃ ১৬ মার্চ ২৫ খ্রীঃ আনুমানিক ৩ টা ৩০ মিনিটে রাহবার হিমাগার প্রাঃ লিঃ ইউনিট-৩ বকুলতলা, বোচাগঞ্জ, দিনাজপুর এর গেট ম্যানকে মারধর করে জোরপূর্বক ভিতরে প্রবেশ করে মেইন গেটের বড় তালা ভাঙ্গে এবং বাইরে অবস্থানরত সকল আলুর গাড়ি জোরপূর্বক ভিতরে অনুপ্রবেশ করায় কিছু এলাকার পরিচিত সন্ত্রসী যা হিমাগারের আলু সংরক্ষণ ধারন ক্ষমতার বাইরে। অভিযোগে জানাজায় ঐ সন্ত্রসী কিছু কৃষকের কাছে টাকা নেয় হিমাগারে আলু সংরক্ষণ করে দেওয়ার নাম করে অত্র এলাকার কিছু কৃষক মুক্ত কলমকে জানান তাঁরা নিজে থেকে টাকার বিনিময় এমন ঘটনার জন্ম দেয় এতে অত্র প্রতিষ্ঠানের সুনামক্ষুন্ন হয় বলে মালিক পক্ষ জানান।

রাহবার হিমাগারের পরিচালক গনী মোঃ সুলতান হাসান ইমরোজ মুক্ত কলম প্রতিনিধিকে জানান এবার আশার চেয়েও অধিক পরিমানে আলু চাষ হওয়ায় আমি সিদ্ধান্ত নেই অগ্রিম টোকেন না নেওয়ার যাতে প্রান্তিক আলু চাষিসহ সকলে অগ্রাধীকার ভিত্তিতে তাঁদের কষ্টে অর্জিত আলু আমার হিমাগারে রাখার সুযোগ পায় অনেক দিন ধরে অত্র এলাকায় সুনামের সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছি।

এমন বিশৃঙ্খলা পরিস্থিতিতে বর্ণিত সন্ত্রসীরাসহ আরো অজ্ঞাতনামা ৪০/৪৫ জন আমার অফিসের সামনে এসে দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে অফিসের থাই জানালার গ্লাস ভাঙ্গে প্রায় ২,০০,০০০ টাকা মূল্যের ক্ষতি সাধন করে। অফিসের স্টাফরা বাধা দিলে সন্ত্রসীরা তাঁদের মারধর করে এবং বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেয়। তাঁরা লাঠিসোটা ইট পাটকেল ও দেশিও অস্ত্র সস্ত্র নিয়ে পরিকল্পিত ভাবে অফিসের হামলা চালাইয়ে থাইগ্লাস, চেয়ার,টেবিল, প্রধান ফটকসহ ব্যপক ভাঙচুর করে এই মর্মে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বোচাগঞ্জ থানা অফিসার ইনচার্জ বোচাগঞ্জ, দিনাজপুর বিষয় অভিযোগে ঘটনাস্থলে আসলে তাৎক্ষনিক সন্ত্রসীরা পালিয়ে যায়।
রাহবার হিমাগারের পক্ষে ম্যানেজার শাহজাহান সিরাজ থানায় হাজির হয়ে সন্ত্রসীদের নামে অভিযোগ পত্র দায়ের করে অভিযুক্তরা হলোঃ – ১। গোলাম রব্বানী (৪২), পিতা- আব্দুল মালেক, গ্রাম- রামপুর, ২। লুৎফর রহমান (৪৬), পিতা- মৃত আব্দুল রাজ্জাক, সাং- ভরলা, ৩। আতিকুর রহমান (৩৩), পিতা- আসরাফুল ইসলাম, ৪। রেজু (৩৫), পিতা- আসরাফুল ইসলাম, ৫। আব্দুল মালেক (৬৫), পিতা- মৃত তছির উদ্দীন, সাং- রামপুর, থানা- বোচাগঞ্জ, জেলা- দিনাজপুরসহ আরো অজ্ঞাতনামা ৪০/৪৫ জনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ পত্র অফিসার ইনর্চাজের বরাবর দরকাস্ত জমাদেন গত ১৬/০৩/২০২৫ ইং এমতাবস্থায় সন্ত্রসীরা সেখানেই অবস্থান করে এবং হিমাগার নিয়ন্ত্রনে নেয় যার কারণে গত ১৬/০৩/২০২৫ ইং তারিখে বোচাগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করি।

উক্ত হিমাগারে প্রায় ১৫,০০০ কৃষকের প্রায় ২০ কোটি টাকা মূল্যের আলুর বস্তা মজুত রয়েছে। হিমাগারের আলুগুলো ভলো রাখার স্বার্থ্যে হিমাগার কুলিং মেসিন ও মেশিনারি চালানো প্রয়োজন। এমতাবস্থায় হিমাগারের কর্মীদের সেখানে অবস্থান না করতে দেওয়ায় এবং হিমাগার কুলিং মেসিন ও মেশিনারি না চালালে হিমাগারে থাকা ২০ কোটি টাকা মূল্যের আলু পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানের মালিক। তিনি বলেন আমি আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এই মর্মে সন্ত্রসীদের আইনের আওতায় এনে হিমাগারের নিয়ন্ত্রন হিমাগারের মালিক ও স্টাফদের নিরাপত্তা আনায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।

মোঃ মারুফ হাসান, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুক্ত কলমকে জানান বিষয়টি আমার জানা ছিলোনা তিনি ঘটে যাওয়া ঘটনা জানার সাথে সাথে বোচাগঞ্জ থানা অফিসার ইনচার্জকে মুঠো ফোনে কল দিয়ে বিস্তারিত শুনেন এবং হিমাগার কতৃপক্ষকে জানান আমি বিষয়টি দেখছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। তিনি বলেন আমার জানামতে প্রতিষ্ঠানটি সুনামের সাথে তাঁদের ব্যবসা পরিচালনা করে আসছে।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরও জানান আমার থানায় এই ধরণের সন্ত্রসী কার্যকলাপের স্থান নেই। এবং তিনি বলেন যেকোন সমস্যায় আপনারা সরাসরি আমাকে অবহিত করবেন। এই সংবাদটি লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানাজায়।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
আরও পড়ুন
 

শিরোনাম :

মানবিক করিডর আসলে কী,বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর? গলাচিপা-চরফ্যাসন সেতু নির্মান ত্বরান্বিতের বগা সেতু দেশের নবম চীন মৈত্রী সেতু বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারদের আর্থিক অনুদানের চেক বিতরণ যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় গণস্বাস্থ্যের কর্মীর মৃত্যু ৬টি বাস আটক রাজারহাটে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর শহরে এস এম আবাসিক হোটেল হতে ২ জোড়া আটক বগুড়ায় সারজিসের উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশে দুই গ্রুপের মারামারি,ধাওয়া-পাল্টা ধাওয়া ভোলা-বরিশাল সেতুর দাবিতে রাজধানী ঢাকার রাজপথ উত্তাল আশুলিয়ায় বিদেশি পিস্তল ও দেশিও ধারালো অস্ত্রসহ এক যুবক গ্রেফতার তুহিনকে কারাগারে প্রেরণ করায় বিক্ষোভ ও প্রতিবাদে উত্তাল ডোমার রাজারহাটে সুরুজ মিঞার পাশে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠন পার্বতীপুরে চীনের হাসপাতাল নির্মাণের দাবীতে মানববন্ধন আলীগের মতো অন্যায় করবেন না তাহলে বিএনপিকেও জনগণ ছুড়ে ফেলবে পীরগঞ্জে ভূয়া এতিম দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ মেডিকেল সার্টিফিকেটে ত্রুটির  অভিযোগ,সুষ্ট বিচারের শংকায় ভুক্তভোগি ঝিনাইদাহে ডিবির জালে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ধরা তাহিরপুর পর্যটন কেন্দ্র বারেকের টিলা চোরাচালানের নিরাপদ রুট ঝিনাইদহে বিলের মাঠে পড়ে ছিলো কৃষকের লাশ সংস্কার ও নির্বাচন দুটিই হউক ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  রংপুর মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন সম্পন্ন কমলগঞ্জে চিপসের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ,গ্রেফতার ১ মৌলভীবাজার মধ্যরাতে আগুনে পুড়ল ফার্নিচারের দোকান থানায় অভিযোগ তেঁতুলিয়ায় তিরনইহাট বাজারে রাতের অন্ধকারে দুই দোকানে চুরি নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার লুন্ঠিত মালামাল উদ্ধার ঘোড়াঘাটে পুলিশের টহল গাড়িতে ডাকাতির চেষ্টা ২ ডাকাত গ্রেফতার পার্বতীপুরে মাহমুদুর রহমানের মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন রাজারহাটে উপজেলা আইনশৃংখলা ও অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত  ডোমারে আলীগের সা: সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল গ্রেফতার আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে ভারতের সঙ্গে উত্তেজনায় পাকিস্তানের পাশে চীন
Translate Here »