তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫ ৪:০৮ অপরাহ্ণ
সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে র্যালী, আলোচনা সভা, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ১৩ই অক্টোবর-২০২৫ সোমবার সকাল দশটায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
র্যালীতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা, দিনাজপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার, দিনাজপুর জিলা স্কুল,কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, দিনাজপুর পৌরসভা উচ্চ বিদ্যালয় এর শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, দিনাজপুর গার্লস গাইড, যুব রেডক্রিসেন্ট, রোভার স্কাউট, বিএনসিসি, কারিতাস, ব্রাক, আরডিআরএস, ল্যাম্ব, পল্লীশ্রী, ইএসডিও, টিএমএসএস, এনজিও সমূহ।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ শেষে দিনাজপুর বড় মাঠে গিয়ে আলোচনা সভা ও অগ্নিকাণ্ড এবং ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠানে মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী আনিছুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দিনাজপুরের উপসহকারী পরিচালক ফজলুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ। আলোচনা সভার পূর্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সার্বিক তত্ত্বাবধানে অগ্নিকাণ্ড এবং ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোঃ আব্দুল মালেক।