সোহরাব আলী,তেঁতুলিয়া প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনয়হাট ইউপি দর্গাসিং গ্রামের লিখনের স্ত্রীকে ধর্ষন করতে গিয়ে ফকিরপাড়া দাখিল মাদ্রাসা সহকারি শিক্ষক খিলাফত আন্দোলন বাংলাদেশ তেঁতুলিয়া উপজেলা শাখার অন্নতম নেতা কারী মো ইনসান আলী (৫৬) এলাকাবাসী আটক করে পুলিশ কাছে সপর্দন করে।
জানাযায়,গতকাল বৃহস্পতিবার পহেলা মে সকালে মহিলার স্বামী শশুর শাশুরি পাথর ক্রাশিং এর কাজ করতে গেলে লম্পট শিক্ষক মহিলাটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষনের চেষ্টা করলে ইতি মধ্যে তার শশুর বাড়িতে ফিরে আসলে আপ্রিতি কর অবস্থায় তাদের দুজন ঘরে একা দেখে এসময় চিৎকার দিলে গ্রামবাসী এসে আটক করে রাখে।মহিলাটির জবান বন্দির পেক্ষিতে রাতে ইউপি সদস্য তেঁতুলিয়া মডেল থানায় জানালে পুলিশ ঘটনা স্থল থেকে ইনসান আলীকে গ্রেফতার করে নিয়ে আসা হয়।
এবিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া জানান,ধর্ষনের চেষ্টার অভিযোগে ইনসান আলীকে গ্রেফতার করা হয়েছে তাদের দুজনে মুখ জবানি নিয়ে আসামীকে কারাগারে প্রেরন করা হয়।