admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২২ ১০:০৯ অপরাহ্ণ
মোহাম্মদ মিলন আকতার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় বাংলাদেশ ও ভারত সীমান্তে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ২ ডিসেম্বর এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও ভারত দু’দেশের মিলন মেলায় মানুষের উচড়ে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। করোনা মহামারী কারণে বিগত তিন বছর যাবৎ দু’দেশের সীমান্তবর্তী মিলনমেলা অনুষ্ঠিত হয়নি। তাই এ বছর দু’পারের মানুষদের মধ্যে দীর্ঘ চার বছর পরে সাক্ষাৎ।
এ সাক্ষাতে দু’দেশের মানুষদের মধ্যে আনন্দ ঘণ পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই অনেক দিন পর আত্মীয় স্বজনদের দেখে আবেগ প্রবণ হয়ে কাঁদেছে। আত্মীয়স্বজনদের সাথে সাক্ষাৎ করতে আসা বাংলাদেশের বেশ কয়েকজন জানিয়েছেন তারা তাদের আত্মীয়স্বজনদের সাথে সাক্ষাৎ করেছেন ভাব বিনিময় করেছেন এবং বিভিন্ন দ্রব্যাদি আদান-প্রদানও করেছেন। অনেকেই আবেগপ্রবণ হয়ে বলেন-দুই বাংলার জনপদের মধ্যে যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে তা বিরল।
মাঝখানে দু’পাশে কাঁটাতারের বেড়া থাকলেও দু’পাশের মানুষের হৃদয় , আত্মা যেন এক ও অভিন্ন । দু’দেশের মানুষের মধ্যে এত গভীর বন্ধন তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করাটা অনেক যেন কঠিন । দু’দেশের জনগণের নিরাপত্তার জন্য সীমান্ত নিরাপত্তা বাহিনী চোখে পড়ার মতো ছিল।
শুক্রবার ১০ টায় ভারতের মাকড়হাট ক্যাম্পের বিএসএফ সদস্যরা সীমান্তের ৩৪৬ ও ৬৮ নং পিলারের প্রধান দরজা না খুললেও তার কাটার বেড়ার পাশে দাড়িয়ে শুরু হয় দুই দেশের মানুষের দেখা সাক্ষাৎ মতবিনিময়।কয়েক ঘন্টা সময় ধরে চলে স্বজনদের সাথে মনের মতো আলাপ আলোচনা করেন।সে সময় অনেকে কাটাতারের বেড়ার ফাঁক দিয়ে হাত ধরাধরি করে খাবার বিনিময় করে সময় কাটান তারা।দীর্ঘদিন পর স্বজনদের পেয়ে অনেকেই কান্না আনন্দে ভেঙে পড়েছিলেন।
উক্ত মেলায় হরিপুর থানা পুলিশ ও রানীশংকৈল থানা পুলিশ,বিজিবি,গ্রাম পুলিশ সহ স্থানীয় প্রতিনিধি গণ কড়া নিরাপত্তা জোরদার রাখেন।