admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৩ ৫:৫০ অপরাহ্ণ
মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার: সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে সাজার রায় ঘোষণার পর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বগুড়া জেলা বিএনপি। নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ে থেকে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
এতে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, আদালতের এ রায় আমরা মানি না। প্রশাসনের লোকদের চাপে ফেলে, চাকরি হারানোর ভয় দেখিয়ে আওয়ামী লীগ সরকার যা খুশি আদায় করে নিচ্ছেন। এই সরকারকে গদি থেকে নামাতে আন্দোলনের বিকল্প নেই। আন্দোলনের মাধ্যমে এই সরকারের হাত থকে দেশকে মুক্ত করতে হবে। দেশে আইনের সুশাসন ও স্বাধীন আইন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, বিএনপি নেতা মাফতুন আহমেদ খান রুবেল, এমআর ইসলাম স্বাধীন, জেলা মহিলা দলের সভাপতি লাভলী রহমান, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ, সদস্য সচিব আবু হাসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমূখ। এসময় জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে বগুড়া শহরের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়। এসময় এপিসি কারসহ ব্যাপক প্রস্তুতি নেয় পুলিশ। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এর আগে এদিন সকাল থেকে দলীয় কার্যালয়ে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা। তারা শহরের নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ের সামনে খন্ড খন্ড প্রতিবাদ মিছিল করেন।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।