admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২১ ১:০২ অপরাহ্ণ
ঢাকা বনানীতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট। রাজধানীর বনানীতে অবস্থিত চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয় ওই এলাকার আনন্দ টিভির পাশের একটি ৬ তলা ভবনের তিন তলায়।

তারপর তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতা বিবেচনায় নিয়ে একে একে সেখানে ৯টি ইউনিট পাঠানো হয়েছে।
সবগুলো ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে। ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রোজিনা বেগম জানান, সর্বশেষ খবর অনুযায়ী আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সর্ভিস সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
প্রয়োজনে আরও কয়েকটি ইউনিট পাঠানোর প্রস্তুতিও রয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।