admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২১ ১১:৫৭ পূর্বাহ্ণ
ঢাকার মিরপুরে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৭ জন। গ্যাস লাইনে মারাত্মক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে ১১ নম্বর সেকশনের ৫ তলা ভবনের নিচ তলায়। এতে ৭ জন দগ্ধ হয়েছেন, যার মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা যায়, গত কয়েকদিন ধরেই ওই ভবনের গ্যাসের লাইনে সমস্যা ছিল। মিস্ত্রি এনে একাধিকবার সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছে, কিন্তু পুরোপুরি সমাধান হয়নি। সে কারণ গতকাল রাতে আরেক দফা মিস্ত্রি ডাকা হয়।
মেরামতের পর লিকেজ রয়ে গেছে কিনা, তা পরীক্ষা করতে দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। পরক্ষণেই মারাত্মক শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ভবনটির মূল দরজা দুমড়ে মুচড়ে যায়। ভেঙে যায় জানালার কাচ। নিচতলার একটি কক্ষের দেয়াল সম্পূর্ণ ধসে পড়ে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ওই কক্ষের আসবাবপত্র। সেখানে একই পরিবারের ৫ বছরের শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছেন। এর বাইরে দগ্ধ হয়েছেন আরও ৪ জন। দগ্ধ ৭ জনের মধ্যে ৪ জনই বর্তমানে আইসিইউতে রয়েছেন।
ভবনটিতে আগুন লাগার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস এসে তা নিয়ন্ত্রণে আনে। রাত ২টার দিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এসে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। পল্লবী থানার এসআই নাসির উদ্দিন জানান, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত কমিটি গঠন করা হবে। গ্যাস লিকেজের কথা বলা হলেও তদন্তের পরেই এর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে।