admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:১৪ পূর্বাহ্ণ
মোঃ পজিরুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে পদযাত্রা’র নামে বিএনপি জামাতের সহিংস রাজনীতি সন্ত্রাস প্রকাশ্যে অস্ত্রের মহড়া, সাধারণ জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীগ।
১৯ ফেব্রয়ারী রবিবার বিকেলে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল এর নেতৃত্বে উপজেলা যুবলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে বালিয়াডাঙ্গী চোরাস্তায় বঙ্গবন্ধু চত্বরে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উক্ত প্রতিবাদ সভায় উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান এর সভাপতিত্বে এবং যুবলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি মুজিবর রহমান, সেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম ভাষানী,তাঁতী লীগের সভাপতি মোঃ সাদেকুল ইসলাম,আওয়ামী লীগের সহসভাপতি জুলফিকার আলী, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম সুমন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, তাঁতীলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, দেশে তথা বালিয়াডাঙ্গীতে যদি বিএনপি জামাত আর কোন দিন অরাজকতা সৃষ্টি করতে চাই তাহলে তাদের কোন ছাড় নেই, যুবলীগ তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবে।
মাজহারুল ইসলাম সুজন বলেন, বিএনপি জামাত জনগণের জন্য রাজনীতি করেনা,জনগণের উন্নয়নের কথা ভাবেনা, তাদের রাজনীতির উদ্দেশ্য হচ্ছে খালেদা জিয়ার মুক্তি, তারেক জিয়ার মুক্তি, তারা কখনো দেশের উন্নয়ন চায়না। তিনি আরও বলেন, দেশের মানুষ উন্নয়ন চায় সহিংসতা চাই না তাই বিএনপি জামাত যদি পদযাত্রার নামে আর কোন সহিংসতা সৃষ্টি করতে চায় তাহলে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।