admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২২ ৬:১২ অপরাহ্ণ
মোস্তাফিজুর রহমান, হরিপুর উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওঃ আজ ১৮ ফেব্রুয়ারী হরিপুর মহিলা কলেজ মাঠে হরিপুর
উপজেলার ৮ টি উচ্চ বিদ্যালয় এর ১৯৯৯ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা তাদের পরিবার পরিজনসহ একটি মিলন মেলা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করে। অনুষ্ঠানে হরিপুর উপজেলা চেয়ারম্যান মোঃ জিয়াউল হাসান মুকুল ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম সাত্তার মহোদয় উপস্থিত ছিলেন।
মিলন মেলায় সকাল ১০ টা থেকে বিকাল চারটা পর্যন্ত হরিপুর মহিলা কলেজ মাঠ প্রাংগনকে এক মহামেলায় পরিনত করে “৯৯” ব্যাচ এর সদস্য ও পরিবারের সদস্যদের পদচারণা। অনুষ্ঠানের শুরুতে এই সংগঠনের সদস্যদের শিশুদের দুইধাপে দৌড় প্রতিযোগিতা , বন্ধুদের মাঝে মটরসাইকেল স্লোরেস, ও শেষের দিকে তাদের সহধর্মিণীরা বালিশ বদল খেলায় অংশ গ্রহণ করে।। অত্র কলেজেরই অধ্যাক্ষ জনাব মোঃ জিয়াউল হাসান মুকুল এই অনুষ্ঠানকে হরিপুর এর ইতিহাসে নতুন মাত্রা যোগ করবে বলে মন্তব্য করেছেন।
তিনি আরো বলেন, সত্যিই এই একত্রিত হওয়ার দুঃসাধ্য কাজটি যারা সফলভাবে সম্পন্ন করেছেন তা প্রশংসার দাবী রাখে। ইতিপূর্বে করোনকালীন ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ গুলোর ভূয়সী প্রসংসা করেছেন। তিনি মহান আল্লাহর নিকট” ৯৯ এসএসসি” ব্যাচের উন্নতি ও সকল সদস্যদের কল্যান কামনা করেছেন। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুল করিম সাত্তার বলেন, মজার ব্যাপার হলো কাকতালীয় ভাবে আমি নিজেও এই ৯৯ ব্যাচেরই একজন ছাত্র।
কাজেই সহপাঠী হিসেবে অধিকার এর জায়গা থেকেই সকলকে আমি সহযোগিতার যথাসাধ্য চেষ্টা করবো।
অনুষ্ঠান আয়োজনে পরিচালক মোহাম্মদ শামসুল হুদা, সার্বিক সহযোগিতা সুদীপ্ত মজুমদার রিটু , মোঃ জাহাঙ্গীর আলম , মাসুদ রানাসহ ৯৯ ব্যাচের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কবিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সহ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য মুক্তকলম হরিপুর উপজেলা প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান স্বয়ং এই সংগঠনের সদস্য। অনুষ্ঠানটি রেফেল ড্র ও পুরুষ্কার বিতরনের মধ্যদিয়ে শেষ হয়েছে।