admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২১ ১০:৩২ অপরাহ্ণ
মোঃ আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের বলিহন্ড গ্রাম। শ্রী বাদুল রায় পার্শ্ববর্তী গ্রামে কাজলী রানীর সাথে বিয়ে হয়, আনন্দ উল্লাসে দিন ভালোই কাটছিল, ভোরের আলোয় ছোট কুটিরে কোল জুড়ে এসেছিল ফুট ফুটে সন্তান। কাজলী রানী আনন্দে উদ্বেলিত হয়ে নাম রেখেছিল রমাকান্ত। দিন দিন বড় হতে থাকে এবং বাবা বাদুল রায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনীতে ভর্তি করে দেন।
রমাকান্ত দ্বিতীয় শ্রেণির উঠলে মাঝে মাঝে অসুস্থ অনুভব করলে অসুস্থ এর কথা মা বাবা কে বলতো।প্রথমে স্থানীয় ডাক্তার ও পরে ঠাকুরগাঁও সদর হাসপাতালে এবং পরিশেষে রংপুর মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা করান। ইতিমধ্যে আরো দুটি সন্তান বাদুলের পরিবারে জয়েন্ত (১২)ও হরিদ্র(৮) জন্ম নেয়। দ্বিতীয় ও তৃতীয় ছেলেরও একই উপসর্গ দেখা দিলে দিশেহারা হয়ে যায় বাদুল রায়। তিন সন্তানের চিকিৎসা করানোর জন্য বিশাল টাকার প্রয়োজন। আর অর্থ সংকুলান হওয়ায় দীর্ঘদিন দিন থেকে সন্তানদের চিকিৎসা বন্ধ হয়ে যায়।
তিন সন্তান নিয়ে কার কাছে যাবে, কোথায় যাবে? এদিকে চলছে লকডাউন। অবুঝ শিশু গুলো কি চিকিৎসার অভাবে কি মারা যাবে? বাদুল রায় এর করুন আর্তনাদ, স্ব হৃদয়বান মানুষের কর্নকুহরে কি পৌঁছাবে? নিরুপায় হয়ে সৃষ্টি কর্তার দিকে চেয়ে থাকে। বাদুল রায় এর নিদারুণ কষ্টের কথা গুলো স্থানীয় সাংবাদিক আনোয়ার হোসেন এর নিকট শেয়ার করলে, তিনি সমাজের বিত্তবান শ্রেণীর ও প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে গণমাধ্যমে ছড়িয়ে দেন।
সামাজিক গণমাধ্যমে প্রকাশিত হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, বাদুল রায় কে একটি হুইল চেয়ার প্রদান করেন, মোঃ মনিরুল হক খান হরিপুর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা হরিপুর, ঠাকুরগাঁও। এসময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আসাদুজ্জামান রিপন। ডাঃ আসাদুজ্জামান বলেন, শিশু তিনটি বিরল রোগে আক্রান্ত, এই রোগের নাম হচ্ছে Duchenne Muscular Dystrophy। এই রোগের তেমন কোন চিকিৎসা নেই। দুইটি শিশু বেশি আক্রান্ত আর একটি কম তবে, যেটা কম সেটাকে আপাতত চিকিৎসা দিতে হবে। আর যেন বেশি আক্রান্ত না হয়।।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা মোঃ মনিরুল হক খান, পরিবার টিকে আর্থিক অনুদানের জন্য সমাজ সেবা অধিদপ্তরের আবেদন করা পরামর্শ দেন এবং সবধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবং সমাজের বিত্তবান ও স্ব হৃদয়বান ব্যক্তি পরিবারটির পাশে থাকবেন এমনটাই আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণির পেশাজীবি মানুষ ও ইলেকট্রনিক ও প্রির্ন্ট মিডিয়ার সাংবাদিক গণ।