admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ মার্চ, ২০২০ ৭:৩২ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও সরকারি কলেজে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার এবং পতাকা মঞ্চ এর উদ্বোধন করা হয়েছে। রোববার (০৮ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও সরকারি কলেজে পতাকা মঞ্চ ও বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এ উপলক্ষে ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলার সাধরণ সম্পাদক ও রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপনসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রধানরা।
এছাড়াও স্বাগত বক্তব্য দেন, ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া মন্ডল। বক্তব্য শেষে ঠাকুরগাঁও সরকারি কলেজের একটি শিল্পগোষ্ঠির অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের প্রধান ও প্রভাষক এবং ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।