admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২১ ৯:২৫ অপরাহ্ণ
আব্দুল কুদ্দুস রয়েল, স্টাফ রিপোটারঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড ধনতলা ডাঙ্গা সরকারী প্রাঃ বিদ্যালয়ে জোর পূর্বক নৌকা ভোট ও বুথে ঢুকে ব্যালট পেপার ছিনতাই করার ভিডিও ফুটেজ নেওয়ায় সংবাদিকে লাঞ্চিত ও জোর পূর্বক ক্যামেরা ও ছিনতাই করেছেন উসমান গণির গুন্ডা বাহিনী।
জানা যায় উসমান গণি ৮ / ১০ জন নিয়ে সকাল থেকে ভোট কেন্দ্র দখল নেওয়ার চেষ্টা চালায় এবং বিভিন্ন ভাবে লাইনে দাঁড়ানো ভোটারদের ভয়-ভীতি প্রদর্শণ করতে থাকে। কিন্তু সাংবাদিক থাকায় কেন্দ্রের দখল নিতে না পারায় ক্ষিপ্ত হয়ে যায়।
ভোট গ্রহণ শেষের দিকে কেন্দ্রে একজন সাংবাদিক থাকায় তাকে উসমান গণি ও তাঁর গুন্ডা বাহীনি সাংবাদিকে কেন্দ্র ছেড়ে চলে যেতে হুমকি দিতে থাকে।
কিন্তু সাংবাদিক কেন্দ্র ছেড়ে যেতে অস্বীকৃত জানালে দলবল সহ উসমান গণি সহ তাঁর গুন্ডা বাহিনী দিয়ে সাংবাদিকে ধাক্কা ধাক্কি করে ক্যামেরা কেঁড়ে নেয় এবং ভোট কেন্দ্র থেকে বেরকরে বুথে প্রবেশ করে নৌকা মার্কা ও মেম্বার প্রার্থী মোরগ মার্কার ব্যালট ছিঁড়ে সীল মারার সময় পুলিশ চলে আসলে সে ঘটনা দেখতে পেয়ে উসমান গণির গুন্ডা বাহিনীকে পিটিয়ে কেন্দ্র থেকে বের করে।
উক্ত ঘটনাটি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহি অফিসারকে কল ও মেসেজের মাধম্যে অবগত করা হয়। ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড ধনতলা ডাঙ্গা সরকারী প্রাঃ বিদ্যালয়ে ও দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করেছেন।
ঠাকুরগাঁও হরিপুর উপজেলা মোঃ রাকিবুজ্জামান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনা স্থলে এলে তাকে সকল সাংবাদিকরা বিষয়টি অবগত করলে তিনি কোন ব্যবস্থা না নিয়ে সাংবাদিকে মামলা করার পরামর্শ দেন। এবং ঘটনা স্থান ত্যাগ করেন। উক্ত ঘটনায় জড়িত উসমান গণি ও তাঁর গুন্ডা বাহিনীর আইনি কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।