admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ জুলাই, ২০২২ ১:২৬ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় আজ ১০ জুলাই পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সব ধরনের
নিরাপত্তার মাধ্যমে ঠাকুরগাঁও বড় মাঠে ঈদুল আযহার প্রধান জামাত সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত জামাতকে ঘিড়ে আনন্দের জোয়ার বয়েছে। লাখ মুসল্লি আল্লাহ হুক আকবর আল্লাহ হুক আকবর লা-লাহা আল্লাহ হুক আকবর আল্লাহ হুক আকবর ওয়া লিল্লাহে হামদ এই ধনীতে চারিদিক মুখরিত হয়ে উঠে। সারাবিশ্বে এমন ভাত্রিত্য আর অন্য কোন জাতীর মধ্যে নেই। এখানে ধনী গরীবের কোন বৈষম্য নেই, সকলে কাধে কাধ মিলিয়ে পবিত্র ঈদুল আযহার জামাত শেষ করে গোলায় গোলায় মিলিত হোন সকলে।
প্রথম জামাতটি সকাল সাড়ে ৮ টা, দ্বিতীয়টি হবে ৯ টা ১৫ ও তৃতীয়টি হয়েছে সকাল ১০ টায়। এর মধ্যে জেলা প্রশাসক ও ঠাকুরগাঁও পৌরসভার পক্ষ থেকে বড় মাঠ পরিস্কার পরিচ্ছন্ন ও সাজসজ্জ্বা করিয়ে ছিলেন। এছাড়াও আনসার ও ভিডিপি মাঠ (মহিলা ও আহলে হাদিসের জামাত) সকাল ৯ টায় এবং পুলিশ লাইনসে সকাল ৮টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। পরে উল্লেখিত জামাতসমূহে নামাজ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত ও দোয়া করা হয়েছে ।
উল্লেখ্য যে, পবিত্র ঈদুল আযহা উদযাপন কমিটির সভায় বেশকিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়। এর মধ্যে ঈদের দিন শহরের কোন আবাসিক এলাকায় এবং রাস্তার মোড়ে কোনো ধরনের অস্থায়ী কোক / পেপসির দোকান স্থাপন করা এবং উচ্চস্বরে ডিজে, প্লোয়ার / ড্রাম বাজিয়ে গান-বাজনা করা যাবে না। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ঈদের দিন শহরের প্রধান প্রধান রাস্তাসহ মহল্লার রাস্তাসমূহে পুলিশি টহল ব্যবস্থা জোরদার করা হয়। ঈদের আনন্দ উপভোগ করার জন্য উঠতি বয়সের যুবকদের পিকআপ ভ্যান এবং সাউন্ড সিস্টেম ভাড়া না দেয়ার জন্য পিকআপ ভ্যান মালিক সমিতি এবং সকল সাউন্ড সিস্টেম দোকান মালিকদের নির্দেশনা প্রদান করা হয়েছে। উঠতি বয়সি যুবকেরা যাতে করে বেপরোয়াভাবে মটরসাইকেল চালাতে না পারে সেজন্যে চৌরাস্তার মোড়সহ শহরের গুরুত্বপুর্ন স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত হওয়ার পর জেলাবাসীকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ঈদের শুভেচ্ছা জানান। এবং সকলের উর্তিবয়সের ছেলেদের হাতে মটরবাইক না দেওয়ার পরামর্শ দেন।