admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জুন, ২০২০ ২:৪৪ অপরাহ্ণ
ঠাকুরগাঁও’য়ে করোনা ভাইরাস কনাক্তকরণে সদর হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন পালন করা হয়। গতকাল সোমবার শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিনা টেস্টে বিনা চিকিৎসায় মরতে চাই না, চিকিৎসা পাওয়া আমার অধিকার।
এই শ্লোগানে করোনা প্রতিরোধে ঠাকুরগাঁওসীর ব্যানারে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ্ মো: এ্যাপোলো, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা সিপিবির সভাপতি আহসানুল হক বাবু, তেল গ্যাস খণিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির জেলা সদস্য সচিব মাহাবুব আলম রুবেল প্রমুখ। বক্তারা ঠাকুরগাঁও সদর হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।