admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২১ ৬:০১ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী হাতে তৈরি বাঁশের ধানের গোলা কুলা,ঢাকি,পাখা,মাছের খলই এক সময় আপামর মানুষের কাছে ব্যাপক চাহিদা থাকলেও কালের পরিবর্তনে তা বিলুপ্তির পথে।
আশির দশকের দিকে ওই সব ধানের গোলা, কুলা, ঢাকি সাধারণ মানুষের ঘরে ঘরে নতুন ধানের সময় ব্যবহার হতো। মানুষের জীবন-মানের পরিবর্তনের ফলে আধুনিকতার ছোঁয়া লেগেছে তাদের পারিবারিক ব্যাবহার্য উপকরণে। হিসেবে বাজার দখল করে নিয়েছে প্লাস্টিকের সব তাতে শারীক ও পরিবেশগত ভাবে ক্ষতি সাধিত হচ্ছে। এই শিল্প বিদেশে প্রচুর চাহিদা আছে উদ্যোগের অভাবে তা করা সম্ভব হচ্ছেনা।
ফলে ঐতিহ্যবাহী বাঁশের ধানের গোলা, ঢাকি, কুলা,মাছের খলই ইত্যাদির জায়গা দখল করে নিয়েছে পাটের বস্তা।এগুলো তৈরি ঝামেলামুক্ত ও সহজে বাজারে পাওয়া যায় বলে আধুনিক মানুষ বাঁশের গোলার পরির্বতে এসব আধুনিক উপকরণ ব্যবহারে দিনদিন অভ্যস্ত হয়ে পড়েছে। সরকার সহ বে-সরকারি ভাবে এগিয়ে আসলে এই শিল্পকে বাঁচানো সম্ভব বলে সকলে মনে করেন।
এই শিল্প দিন দিন হারিয়ে যাচ্ছে বাঁশের গোলা,ঢাকি,কুলা ও পাখার কদর। গ্রাম বাংলার বাঁশের গোলার চাহিদা কমে গেলেও ঠাকুরগাঁও পীরগঞ্জ,রাণীশংকৈল, হরিপুর এলাকায় নসিবগঞ্জ, শিবগঞ্জ, পীরগঞ্জহাটে আজও এই বাশেঁর জিনিস পাওয়া যায়। সংসারের চাহিদা মেটানোর জন্য পরের বাড়িতে দিনমজুর কাজে নারীদের ব্যস্ত থাকতে হলেও অবসর সময়ে যেটুকু সময় পায় সে সময়ে বাঁশের গোলা তৈরির কাজে ব্যস্ত থাকেন।
হারিয়ে যাওয়া গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বাশেঁর গোলা, ঢাকি, কুলা, মাছের খলই, তারা নিজস্ব সংস্কৃতিতে আকঁড়ে ধরে রেখেছে। তারা জানায় আগের মত আর বাঁশের গোলা বিক্রি হয় না। বিভিন্ন প্রকার পাটের বস্তা, প্লাস্টিক বস্তা সহ আধুনিকতার ছোঁয়া লেগে বাশেঁর জিনিসপত্র আর কেনছেন না ক্রেতারা। তাই আমাদের বাশঁ মালিদের সংসার খুব কষ্টে কাটছে।