admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২২ ১০:১২ পূর্বাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ১ নং গেদুড়া বনগাঁও গ্রামের আদর্শ ও শৌখিন কৃষক মোঃ মোস্তাকিম আলী সিদ্দিকী কালো রঙের ব্লাক রাইস ও সোনালী রঙের ফাতেমা ধান আবাদ করে সফলতার আশা করছেন।হরিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়মিত তদারকি ও পরামর্শ দিচ্ছেন। এই ধান সম্পর্কে ১ নং গেদুড়া উপ-সহকারী মোঃ মমিনুল ইসলামকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই ধানের বৈজ্ঞানিক নাম অজ্ঞাত তবে হাইব্রিড প্রজাতির বলে ধারণা করা হচ্ছে। তবে এই “ব্লাক রাইস” ধানের বর্নাঢ্য ইতিহাস রয়েছে। গণচীনে কম্যুনিস্ট বিপ্লবের পূর্বে সেখানকার রাজা ও বাদশাগণ বিশেষ গোপনীয়তায় এ ধান চাষাআবাদ করতেন।
সাধারণ জনগণ এই ধান আবাদ করলে জেল জরিমানা ও মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হতো। এই ধান পুষ্টি গুনে ভরপুর চিকন ও সুস্বাদু, চালের রং লালচে । এই ধানে রোগবালাই কম হওয়ায় কীটনাশক ব্যবহার খুব একটা করতে হয় না , রাসায়নিক সার খুব কম লাগে। পরিবেশ বান্ধব ও উচ্চফলনশীল। তবে দেশের অনেক শৌখিন কৃষক ব্যাক্তি উদ্যেগে এই ধান আবাদ করলেও সরকারীভাবে এখনো গবেষণা করা হয়নি। ভালো ফলাফল পেলে সময়োপযোগী সিদ্ধান্ত নেয়া হবে।
মোঃ মোস্তাকিম আলী সিদ্দিকী (সাবেক ইউপি সদস্য) বলেছেন, এ সপ্তাহের মধ্যেই হাইব্রিড ফাতেমা ধান যা এই সিজিনে প্রতি শতাংশে ১ মন বোরো মৌসুমে প্রতি শতাংশে দেড়মন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। তিনি এই দুটি ধানের বীজ ফরিদপুর থেকে নিয়ে এসে রোপণ করেছেন এবং ধানের বয়স এখন ৮৮ দিন (বীজতলাসহ ) বলে দাবি করেছেন। তিনি ব্লাক রাইস ২৫ শতাংশে বিশ মন পাবেন বলে আশা প্রকাশ করেছেন। এক বা দেড় সপ্তাহের মধ্যেই ধান ঘরে তুলতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।