admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ মে, ২০২০ ৬:৪৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ধান ও চাল সংগ্রহঃ ঠাকুরগাঁও সদর উপজেলার সদর খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ধান ও চাল সংগ্রহের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এ প্রান্তিকে সদর উপজেলায় চাল সংগ্রহ করা হবে ১৭২০০ মে.টন এবং ধান সংগ্রহ করা হবে ৪৯৫১ মে. টন।এসময় উপজেলা কৃষি অফিসার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ত্রান বিতরণঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৬টি ইউনিয়নের ১৩১ জন দুঃস্থ মাতৃত্বকালীন ভাতাভোগীদের মাঝে শিশু খাদ্য ও ত্রানের খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
আজ সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের ২০০টি কর্মহীন পরিবারের মাঝ ত্রানের খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।তাছাড়া উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় আখানগর ২০০টি,রুহিয়া ২০০টি,রুহিয়া পশ্চিম ২০০টি ও ঢোলারহাট ২০০টি ককর্মহীন ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রানের খাবার বিতরণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,ও উপসহকারী কৃষি কর্মকর্তা।

জেলা পরিষদের ত্রান বিতরণঃ জেলা পরিষদের সদস্য মোঃ রওশনুল হক তুষার জেলা পরিষদের পক্ষে আজ ভুল্লী ডিগ্রি কলেজ মাঠে ২০০টি কর্মহীন পরিবারের মাঝে ত্রানের ঈদের উপহার বিতরণ করেন,এসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও ত্রান কার্যের উদ্বোধন করেন।