admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২২ ৭:২৭ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়ায় বিএনপি সমাবেশ করে চলে যাওয়ার সময় পিছন থেকে আ’লীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বিএনপি’রসহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩সেপ্টেম্বর) বিকেলে একই দিনে রুহিয়া থানা বিএনপির বিক্ষোভ কর্মসূচি ও থানা মহিলা আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা গেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা রাম দা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রুহিয়া থানা এলাকার বিভিন্ন রাস্তায় ধাওয়া পালটা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে সাথে পুলিশের নিরব দর্শকের ভুমিকায় এই সংঘর্ষ হয়। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল ইসলাম রাস্তায় পুলিশের সামনে হামলা করে আওয়ামীলীগের নেতাকর্মীরা এবং বিএনপি অফিসে আগুন ধরিয়ে দেয় এতে কয়েকজন আহত হন।
এবং আওয়ামীলীগের নেতাকর্মীরা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে অগ্নীসংযোগ করে ও দোকানপাট লুটপাট কর। ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে। রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, দুটি দল একই সময় সভা ডেকেছে। প্রশাসনের পক্ষ থেকে দুটি দলকে দুটি সময়ের কথা বলা হয়েছিল।