admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২১ ৫:৩২ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও শহরে ৫টি স্পটে প্রতিদিনই টিসিবির তেল , ডাল ও চিনি ভিন্ন পদ্ধতিতে বিক্রয় করা হচ্ছে, ট্রাকে মালাসমাল বিক্রয়ের নিয়ম থাকলেও সাজু ট্রেডার্স ট্রাকে মাল বিক্রয় না করে ঠাকুরগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২ টি শ্রেনী কক্ষে মাল মজুদ রেখে শ্রেনী কক্ষ থেকেই স্লিপের মাধ্যমে মালামাল বিক্রয় করে আসছে।
অপরদিকে ,শাহাদাৎ স্টোর ঠাকুরগাঁও বিডি হল প্রাঙ্গনে এবং মুসলিমা ট্রেডার্স ঠাকুরগাঁও আর্ট গ্যালারি মোড়ে টিসিবির মালামাল ট্রাকে রেখেই বিক্রয় করছে। অপর টিসিবির ডিলার সমুদ্র ট্রেডার্সও স্লিপের মাধ্যমে ডাল, চিনি ও তেল ৪২০ টাকায় প্যাকেজ করে বিক্রয় করে আসছে। ফলে অনেক দরিদ্র শ্রেনীর মানুষেরা মালামাল ক্রয় করতে না পেরে খালি হাতে ফিরে …।