admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ জুন, ২০২০ ৮:৫২ অপরাহ্ণ
মামুনুর রশিদ (মামুন): যতই দিন যাচ্ছে ততই বেড়ে যাচ্ছে আক্রান্তের সংখ্যা ও দীর্ঘ হচ্ছে লাশের সারি। উত্তরের জেলা ঠাকুরগাঁও’য়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৯ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪৪ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী জেলায় আজ নতুন করে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা হলেন,সদর উপজেলায় ৪ জন, পীরগঞ্জ উপজেলায় ২ জন, রাণীশংকৈল উপজেলায় ২ জন ও বালিয়াডাঙ্গীতে ১ জন।
জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১৪৪ জন,যাদের মধ্যে ৪৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ২ জন। বিষয়টি ঠাকুরগাঁও সিভিল সার্জন মাহফুজার রহমান নিশ্চিত করে বলেন,আসুন আমরা সকলে সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলি এবং ঘরে থাকি।