admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২০ ৩:০৮ পূর্বাহ্ণ
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌর শহরের কালিবাড়ির কাঁচাবাজার বড় মাঠে অস্থায়ী ভাবে স্থানান্তর করা হয়েছে। রবিবার সকালে কাঁচাবাজারের ব্যবসায়ীরা তাদের মালামাল নিয়ে বড় মাঠে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অস্থায়ীভাবে দোকান বসায়। এর আগে গত শনিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হলে বাজার স্থানান্তরের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

দুপুরে কাঁচাবাজার পরিদর্শনে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম। তিনি জানান, এখন থেকে পরবর্তি নির্দেশ না আসা পযন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাঁচাবাজার চলবে। এখানেই সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে জনসাধারণ কাঁচাবাজার ক্রয় করতে পারবেন। কালিবাড়িতে জায়গা কম থাকায় সেখানে দূরত্ব বজায় রাখা সম্ভব না হওয়ায় বাজার এখানে অস্থায়ী ভাবে স্থানান্তর করা হয়েছে। এলাকাবাসী মনে করেন কাঁচাবাজারের পাশাপাশি মাছ, মাংসের দোকান গুলো আনলে ভালো হতো কয়েক জন মহিলা ক্রেতা মুক্ত কলম কে জানায় মাছ ও মাংসের দোকানের জায়গা সল্পতার কারণে তারা ভিতরে যেতে সমস্যা হয়, পুরুষ মানুষেরা ইচ্ছাকৃত গায়ে গাঁ লাগানোর চেষ্টা করে । তারা আরও অভিযোগ করে বলেন কালিবাড়ির দোকানদারেরা বেশি দাম নেয় তাই বাজার মনিটরিং সুষ্ঠ ভাবে পর্যবেক্ষন করার দাবি জানান।