admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২২ ৮:০২ পূর্বাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বর্তমানে অটোরিকশা ও অটো চার্জার চুরি-ছিনতাই এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। প্রতিদিনই কোন না কোন জায়গায় অটোচার্জার ছিনতাইয়ের ঘটনা ঘটছে। রই ধারাবাহিকতায় গতকাল(৯ অক্টোবর) রাত ১১ টার দিকে অটোচার্জার ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিন ছিনতাইকারীর হোতাকে এলাকাবাসী হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।
অটোচার্জার ছিনতাইয়ের হোতারা হলো -(১) আইয়ুব আলী (৪৫), (২) দুলাল মিঞা (৩২), (৩) আজিমা বেগম ওরফে সাথী (৪০)। তাদের প্রত্যেকের বাড়ি শিংপাড়া, সালান্দার, ঠাকুরগাঁও।
এদিকে অটোচালক বর্তমানে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়ি ছিট রহিমানপুর, ঠাকুরগাঁও। এদিকে এ মামলার আই.ও এবং উদ্ধারকারী অফিসার(এস.আই) বিদ্যুৎ কুমার মজুমদার বলেন, আমি রাতে টহলরত ছিলাম, পরে খবর পেয়ে তিনজন ছিনতাইকারীকে লীলারহাট থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। বতর্মানে বিকাল ৪ টায় অক্টোবর ২০২২ খ্রিঃ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।