admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২১ ১২:৩৬ পূর্বাহ্ণ
মোঃএজাজুল হক, হরিপুর উপজেলা প্রতিনিধিঃ স্বেচ্ছাসেবক লীগ এরকম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে করোনা প্রতিরোধক হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বুথ উদ্বোধন করেছেন জেলা স্বেচ্ছাসেবকলীগ।
বৃহস্পতিবার(৫ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে এ বুথের উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো। উদ্বোধন শেষে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো বলেন, মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বর্তমান জনজীবন বিপর্যস্ত। এই বিপর্যয় প্রতিরোধের একমাত্র উপায় হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করা। স্বেচ্ছাসেবকলীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে্য সাধারণ মানুষের কথা চিন্তা করে ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করতে আমাদের এমন উদ্দ্যোগ গ্রহন করা হয়েছে। এখানে সাধারণ মানুষ বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু। এসময় আরো উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা নগেন কুমার পাল,জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মোজাফফর আহমেদ মানিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আরাফাত জামান অপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম কিরণ,মহিলা বিষয়ক সম্পাদক শিউলী আকতার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক স্বপন কুমার ঘোষ, কার্যকরী সদস্য আবু হাসনাত রুমন, আরাফাত লিয়ন, কার্যনির্বাহী সদস্য পান্না,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য কৃষিবিদ মাসুদ আলম, হরিপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক প্রদীপ কুমার পাল খোকন, যুগ্ম আহবায়ক এহেসানুল হক চৌধুরী , হরিপুর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জেসমিন আকতার শিখাসহ অন্যান্য নেতৃবৃন্দ।