admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২২ ৩:৫৭ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় আজ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে হুমায়ুন কবির পিতা-মৃত আনিসুর রহমান, গ্রামঃ গোয়ালকারি,বালিয়াডাঙ্গী হাসপাতাল গেট থেকে ঠাকুরগাঁও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফরহাদ আকন্দের নেতৃত্বে সাব ইন্সপেক্টর মোঃ আযহারুল ইসলাম, এস আই তাহামিদুর রহমানসহ দলের আর অন্য সদস্য নিয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে ৩৩০ পিস ইয়াবা, ২ কেজি গাজা, ২ বোতল ফেন্সিডিল আরও ৫ টি খালি বোতলসহ হাতে নাতে আটক করে।
অভিযোগে জানাযায় দীর্ঘদিন থেকে হুমায়ুন মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আজ ১১অক্টোবর তার টিম নিয়ে অভিযান চালিয়ে তাকে মাদকসহ হাতেনাতে আটক করে বালিয়াডাঙ্গী থানায় সোপর্দ করে। আটককৃত মাদকের তালিকা প্রস্তুত করে তাঁকে বালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ এর কাছে হস্তান্তর করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান তার পিতাও চুরি পেশার সাথে জড়িত ছিল। এই সংবাদ লেখা পর্যন্ত আসামির নামে বালিয়াডাঙ্গী থানা মামলার প্রস্তুতি চলছিল।