admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৩ ১:৩২ অপরাহ্ণ
খুকুমণি,ক্রাইম রিপোর্টার,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে যুবদলের সভাপতি মেহেবুল্লাহ আবু নূর চৌধুরীকে আটক করেছে পুলিশ।
রোববার(৫ নভেম্বর) রাত ৮ টায় ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কের খোঁচা বাড়ি নামক স্থান থেকে তাকে আটক করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন খোঁচা বাড়ি নামক স্থানে মেহেবুল্লাহ আবু নূর চৌধুরীসহ কয়েকজন গাড়িতে পেট্রোল দিয়ে আগুন ধরানোর প্রস্তুতি নিচ্ছিল।
এ সময় পুলিশ গিয়ে তাকে আটক করে। বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় মেহেবুল্লাহ আবু নূর চৌধুরীর কাছে থেকে পেট্রোল ও ইট পাটকেল এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।