admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২০ ১০:৪৫ পূর্বাহ্ণ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দুঃখ দুর্দশাগ্রস্থ, দরিদ্র অসহায় মানুষের কথা সব সময় ভাবেন। তিনি মানবতাবাদী একজন প্রধানমন্ত্রী। সব সময় তিনি আপনাদের কষ্টের কথা ভাবেন। তিনি মানবতার জননী। আজকে তারই আদেশে, তারই নির্দেশে আপনাদের কাছে এসেছি। আপনাদের কষ্ট লাঘবের জন্য। তিনি শুক্রবার বিকেলে জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হল প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি আরও বলেন, আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। তিনি আরও বেশিদিন যেন বাংলাদেশের জনগণের সেবা করতে পারেন। ইতিপূর্বে এ জেলায় গৃহহীনদের প্রয়োজনীয় সংখ্যক দুর্যোগ সহনীয় ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে এ জেলার সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী পরবর্তিতে আরও ১শ টি ঘর, ১শ বান ঢেউটিন ও নগদ ৩০ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হবে বলে জানান, এ জেলায় প্রকৃত যারা গৃহহীন, প্রকৃত যাদের ঘর নাই, কষ্ট করে বসবাস করেন, যারা অন্যের বাড়িতে বসবাস করেন। আপনারা তাদেরকে এই ঘরগুলো দিবেন। যেন আগামী ৫০ বছর তারা এই ঘরগুলিতে বসবাস করতে পারেন।
জেলা প্রশাসনের আয়োজনে শীতবস্ত্র বিরতণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন, বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো: মোহসীন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন, ঠাকুরগাঁও সহকারী পুলিশ সুপার আবু তাহের মো: আব্দুল্লাহ, জেলা আও্লীযামোলীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, উপস্থিত ছিলেন। এর পূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন প্রধান অতিথি।