admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:১৭ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে মোনাজাতে জেলা আওয়ামী লীগের নতুন কমিটি।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারী ) দুপুর ১২টার দিকে জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট এবং নব নির্বাচিত সাধারণ সম্পাদক নোমান বখতৃ পলিনসহ নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা করুণা সিন্ধু চৌধুরী বাবুল, শংকর চন্দ্র দাস, এডভোকেট নজরুল ইসলাম শেফু, অমল কর, শফিকুল ইসলাম, সজীব রজ্ঞন দাস,শামীম চৌধুরী, এডভোকেট চাঁন মিয়া প্রমুখ।
এ সময় নুরুল হুদা মুকুট বলেন বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক,ক্ষুধা- দারিদ্র মুক্ত ও উন্নত সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী গৃহীত সকল কর্মসূচী বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান তিনি।
