admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২১ ৯:৩৩ অপরাহ্ণ
ঘাটে আসছে রেকর্ড ইলিশ, জেলেদের মুখে হাসি। দীর্ঘ সময় মাছ শিকারে নিষেধাজ্ঞা বহাল এবং পানির মান ভালো থাকায় এবার ইলিশের উৎপাদন অনেক বেড়েছে। নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে সাগরে ছুটছেন উপকূলের জেলেরা। ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ ধরে বঙ্গোপসাগর থেকে ট্রলার নিয়ে ফিরছেন তারা। এখন ভরা পূর্ণিমায় ইলিশ শিকারে রেকর্ড তৈরি হয়েছে।
চাঁদপুর বড় স্টেশনের মাছঘাটগুলোতে আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৫ হাজার মণ ইলিশ এসেছে। নৌপথে ভোলার দৌলতখান ও নোয়াখালীর হাতিয়া থেকে এবং সড়কপথে বিভিন্ন স্থান থেকে শত শত মণ ইলিশ আসে এই মাছঘাটে। একসঙ্গে এত ইলিশ আসায় ৪ দিন আগের চেয়ে মণপ্রতি ৩-৪ হাজার টাকা কম দামে বিক্রি হয় বলে জানান মৎস্য ব্যবসায়ীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মাছঘাটে এত পরিমাণ ইলিশ এসেছে যে, মাছ রাখার জায়গা পর্যন্ত নেই। ঘাটজুড়ে মাছ আর মানুষে সরগরম। ব্যবসায়ীরা বলছেন, আজ রেকর্ড পরিমাণ ইলিশ এসেছে মাছঘাটে। চলতি মৌসুমে এত মাছ আসেনি কখনো। সবচেয়ে বেশি এসেছে ‘নামার ইলিশ’ (সাগর মোহনার ইলিশ)।
এদিন জেলেরা প্রতিমণ ইলিশ বিক্রি করেছেন ১৬-১৭ হাজার টাকায়, সে হিসেবে কেজি পড়ে ৪০০-৪২৫ টাকা। এই দামে আরো বেশ কয়েক দিন ইলিশ মিলবে বলে আশা করছেন স্থানীয় মৎস্য বণিক সমিতির সভাপতি আবদুল বারি মানিক জমাদার।এ বিষয়ে জেলা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষক আনিসুর রহমান বলেন, অমাবস্যা-পূর্ণিমায় লোনাপানি থেকে মিঠা পানিতে চলে আসে ইলিশ। খাদ্য সংগ্রহ ছাড়াও ডিম ছাড়তে নদী অঞ্চলে বিচরণ করে এই মাছ। এ কারণে এখন ইলিশ বেশি ধরা পড়ছে, যা আগামী অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।