admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৩ ৬:১৯ পূর্বাহ্ণ
আমিনুল ইসলাম আপেল, রংপুর; জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও জাতীয় যুব জোটের নেতাকর্মীগণ রংপুর মহানগরীর বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করেন। সোমবার রাতে নগরীর প্রাণকেন্দ্রে রীঁ শ্রীশ্রী করুনাময়ী কালীমন্দির পুজা মন্ডব পরিদর্শন করেন।
পরিদর্শন কালে মন্দির কমিটির সভাপতি ডাঃ লিখেলেন্দ্র শংকর গুহ রায় ও সাধারণ সম্পাদক মনোজ বনিক সহ কমিটির অন্যান্য ব্যাক্তিবর্গের সাথে কুশল বিনিময় করেন নেতারা।
এসময় উপস্থিত ছিলেন জাসদ নেতা জাবেদ হোসেন স্বপন, শফিয়ার রহমান, জাতীয় যুব জোট রংপুর মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আপেল, সদস্য আব্দুস সালাম, যুগেষ, জাসদ ছাত্রলীগের মহানগরের সভাপতি এহতেশাম জেমি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির প্রমুখ।