admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২০ ৭:৫৪ পূর্বাহ্ণ
জাতীয় সংসদে বিল পাস, মাছে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারে ৭ বছরের জেল। মৎস্য জাতীয় পণ্যে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে রপ্তানি বা অভ্যন্তরীণ বাজারে বিক্রি করলে সর্বোচ্চ সাত বছরের জেল ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) বিল- ২০২০’ পাস করা হয়েছে। সোমবার জাতীয় সংসদে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বিলটি প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এর আগে অধিবেশনে বিলের ওপর দেয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন আইনপ্রণেতারা। গত ৮ জুলাই বিলটি সংসদে তোলা হয়েছিল। পরে সেটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলটিতে নিরাপদ মাছের উৎপাদন নিশ্চিত করতে মৎস্য খামারিদের নিবন্ধন বাধ্যতামূলক করা, মৎস্য পণ্যে ভেজাল দিলে বা খামারে নিষিদ্ধ ওষুধ ব্যবহার করলে নূন্যতম দুই বছরের জেল এবং সর্বোচ্চ ৮ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। বিলে উল্লেখ করা হয়েছে, সব ধরনের কোমল ও কঠিন অস্থি বিশিষ্ট মৎস্য, স্বাদু ও লবণাক্ত পানির চিংড়ি, উভচর জলজ প্রাণী, কচ্ছপ, কুমির, কাঁকড়া জাতীয় প্রাণী, শামুক, ঝিনুক, ব্যাঙ এবং এসব প্রাণীর জীবন্ত কোষকে মৎস্য হিসেবে গণ্য করা হবে।