admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২১ ৮:৪৭ অপরাহ্ণ
ছাত্র-শিক্ষক-অভিভাবক ঐক্য ফোরামের শিক্ষা প্রতিষ্ঠান খুলতে সরকারকে আল্টিমেটাম। অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে আগামী মাস থেকে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়েছে। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র-শিক্ষক-অভিভাবক ঐক্য ফোরামের এক সমাবেশে এ আল্টিমেটাম দেয়া হয়। এদিন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, করোনার কারণে দেড় বছর ধরে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, এটা নজিরবিহীন ঘটনা। দেশের ছাত্র সংগঠন, শিক্ষক ও অভিভাবকরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়ে আসছে।
এই মুহূর্তে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে, টালিবালি করে লাভ নাই। ১৭ অক্টোবর নয়, আজকেই খুলে দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় দেশের লাখো ছাত্র রাস্তায় নেমে আসবে। অবিলম্বে জবাব না পেলে সেপ্টেম্বর থেকে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের আন্দোলন শুরু হবে। পুলিশ দিয়ে সেই আন্দোলন বন্ধ করা যাবে না।
সরকার টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা বলছে উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, টিকা দেয়া হচ্ছে না, সেটি তো সরকারের কাছে নাই। গণটিকা দেয়ার কথা বলে এতদিন নাটক করা হয়েছে। বিক্রি করার মতো টিকা নেই বলে জানিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। তাহলে টিকা কোত্থেকে পাবে সরকার?
শতকরা মাত্র ৪ জনকে টিকার দুই ডোজ দেয়া সম্ভব হয়েছে জানিয়ে তিনি বলেন, ধান্ধা বাদ দিয়ে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলো অবিলম্বে খুলে দিন। আন্দোলনের ভয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে না, লোকজন ছিঃছিঃ করছে। সারা দুনিয়ায় বাংলাদেশের সম্মান নাই।
সরকারের পায়ের নিচে মাটি নেই মন্তব্য করে মান্না আরো বলেন, তারা কথা দিয়ে একটাও রাখতে পারেননি, সব সেবাখাত লুট করে নিয়ে গেছে। ওপর থেকে তাকালে বাংলাদেশকে লস অ্যাঞ্জেলেস দেখেন একজন মন্ত্রী। লস অ্যাঞ্জেলেস নয়, ‘লস্ট বাংলাদেশ’ দেখা যায়। যেখানে ২ কোটি মানুষ দরিদ্র হয়েছে, সব জিনিসের দাম বেড়েছে।