admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জুন, ২০২০ ৭:৩৭ অপরাহ্ণ
মোঃ সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে র্যাবের অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহিদীন বাংলাদেশ (জেএমবি)র পলাতক ৬ সদস্যকে গ্রেফতারকরেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। রবিবার রাত ১ টার দিকে শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জে রশিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলাবীরপাড়ার মৃতঃ জহুর মোল্লার ছেলে মো.সাকিরুল ইসলাম সাকিরুল(৫১), একই ইউনিয়নের চাকলা দুভনীপাড়ার মৃত আঙ্গুর মুন্সির ছেলে তরিকুল (৪৭), চাকলা ঘোনটোলার মৃতঃ উনুসাহাক এর ছেলে মো. শেনারুলইসলাম ও রেফেলাল মিয়া(৪০), চাকলাবাজার পাড়ার মৃতঃ আতাউর রহমানের ছেলে মোঃ বাবুল আক্তার ওরেফে ৫০০ বাকুল(৪০), চাকলা ভোদনীপাড়ার মৃতঃ নেফাউর রহমানের ছেলে ইকরামুল হক ওরেফেইশরা (৫০) ও চাকলা বিশ্বাসপাড়ার মৃতঃ তালেব আলীর ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৪০)।
সোমবার সকালে র্যাব -৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে পাঠানো হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইন (সংশোধনী-২০১৩) ধারায় একটি মামলা রয়েছে। শিবগঞ্জ থানার মামলা নং-২২, তারিখ-১১/১২/২০১৯খ্রি. ও জিআর নং-৭৫৫/১৯(শিবগঞ্জ)।