জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ডাকাতি, দস্যুতা, হত্যাচেষ্টা,চুরিসহ ১৪টি মামলার আসামি শাকিল (২৭) নামে এক আন্তজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৬ মে) রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের করঞ্জি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাকিল উপজেলার ৪ নং ঘোড়াঘাট ইউনিয়নের করঞ্জি এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে গাজীপুর, জামালপুর, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর জেলার বিভিন্ন থানায় ১৪টি ডাকাতি, দস্যুতা,হত্যাচেষ্টাসহ চুরির মামলা রয়েছে।
পুলিশ জানায়,গত ২৭ এপ্রিল রাতে হিলি-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কে পুলিশের একটি গাড়ি টহল দিচ্ছিলো। এসময় ডাকাতের একটি দল ডুগডুগি খাঁ পুকুর মাজার সংলগ্ন নির্মাণাধীন ব্রিজের পূর্বপাশ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। পুলিশের গাড়িটি ওই এলাকায় এলে ডাকাতদল গতিরোধ করে ডাকাতির চেষ্টা চালায়। এসময় পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করে। পরে তাদের মধ্যে বেশ কয়েকজন পালিয়ে গেলেও দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহার করা বেশকিছু অস্ত্রও উদ্ধার করা হয়। এই ডাকাত দলের সাথে গ্রেফতারকৃত শাকিলের জড়িত থাকার প্রমান পাওয়ায় পর তাকে খুঁজছিল পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, গ্রেফতারকৃত শাকিল আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এছাড়া সে থানার মুলতবি ৫টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী।
ওসি আরও বলেন, শাকিলের একটি সংঘবদ্ধ ডাকাত দল রয়েছে। দলটি গাজীপুর, জামালপুর, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে। প্রথমে দলের সদস্যরা ডাকাতির জন্য সেই জায়গা রেকি করে। পরবর্তীতে তারা সুকৌশলে গভীর রাতে রাস্তায় গাছ ফেলে মোটরসাইকেল,ট্রাক,বাসের যাত্রীদের হাত-পা, মুখ বেঁধে মারধর করে ও অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে পালিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করে।
গ্রেফতারকৃত আসামীকে আজ শনিবার আদালতে প্রেরণের জন্য আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ডাকাতের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।