admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২২ ১:৪৯ অপরাহ্ণ
সাজাদুর রহমান সাজু, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২২ ব্যাচের শিক্ষার্থীরা ঈর্ষান্বিত সাফল্য অর্জন করেছেন।অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অতীতের সকল রেকর্ড ভেঙ্গে এসএসসি ২২ ব্যাচের শিক্ষার্থীরা এ বছরের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ -৫ প্রাপ্ত হয়েছেন।
আজ সোমবার (২৮ নভেম্বর) প্রকাশিত এসএসসি ও সমমানের ফলাফল থেকে জানা যায় এ বছর অত্র বিদ্যালয় ৫৫৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।তারমধ্যে ৫৩৩ জন কৃতকার্য হয়েছে এবং ২৮জন অকৃতকার্য হয়েছেন।কৃতকার্য ৫৩৩ জনের মধ্যে ১৯০জন জিপিএ-৫ প্রাপ্ত হয়েছেন।জিপিএ-৫ প্রাপ্ত সকলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।অকৃতকার্যের সংখ্যা মানবিক বিভাগে বেশি,এ বিভাগের ১৪৭ জনের মধ্যে ২৩জন অকৃতকার্য হয়েছে, অপরদিকে বিজ্ঞান বিভাগ হতে ৪১৪ জনের মধ্যে ৫ জন অকৃতকার্য হয়েছেন।
প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তের হার প্রায় ৩৪% এবং পাশের হার ৯৫.৬৯%। এর আগের ২০২১ ব্যাচে জিপিএ-৫ প্রাপ্তের হার ছিলো প্রায় ২১%, পাশের হার-৯৬.৪০% ,২০২০ ব্যাচে জিপিএ-৫ প্রাপ্তের হার ছিলো প্রায় ১২℅,পাশের হার ৮৮.৬৬%,২০১৯ ব্যাচে জিপিএ-৫ প্রাপ্তের হার ছিলো প্রায়-১০%, পাশের হার ছিলো ৯৬.২০%,২০১৮ ব্যাচে জিপিএ-৫ প্রাপ্তের হার ছিলো প্রায় ১৭%,পাশের হার ৯৬.৪০%। উক্ত ফলাফলে স্কুলের শিক্ষকমন্ডলী, অভিভাবক ও ছাত্র-ছাত্রী সকলে আনন্দে উচ্ছ্বাসিত।