admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ
সোহরাওয়ার্দী খোকন, মুক্ত কলম সংবাদদাতাঃ ইন্টারনেট ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গীতে এক যুবককে বিবস্ত্র করে নির্যাতন ও অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত উপকমিশনার হাফিজুর রহমান। গ্রেপ্তাররা হলো মোঃ তাহের (২৩), সাগর (১৯), মোঃ নাঈম (১৯), মোঃ হাসনাইন (২২) ও মো. রাকিব (২৬)। পুলিশ বলছে, মূলহোতা শামী সরকারকে ধরতে অভিযান চলছে। শামী টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন মনি সরকারের ছেলে।
অতিরিক্ত উপকমিশনার হাফিজুর রহমান বলেন, ইন্টারনেট ব্যবসা নিয়ে স্থানীয় আজিজুল হাকিমের সঙ্গে অভিযুক্তদের বিরোধ ছিল। গত ২০ ফেব্রুয়ারি মিতালী পাম্পের বাম পাশে ইন্টারনেট ব্যবসায়ী আজিজের কর্মচারীরা বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ মেরামত করতে যান। এসময় গ্রেপ্তার ৫ জনসহ অপর অজ্ঞাতনামা ৪/৫ জন আসামি কর্মচারী রাকিবের মই কেড়ে নেয়ার জন্য জোর করলে অপর কর্মচারীরা বাঁধা দেয়। এসময় বিবাদীরা দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে রাকিবকে রক্তাক্ত জখম করে। ঘটনাস্থলে অপর কর্মচারী আকিব তার আপন ছোট ভাই রাকিবের এমন অবস্থা দেখে বিবাদীদের ঠেকাতে যান। এসময় আকিবকে মারধর করে অভিযুক্তরা অপর আসামি শামী সরকারের টঙ্গী বাজার এলাকার ইন্টারনেট ব্যবসায়িক অফিস কক্ষে নিয়ে যায়। পরে সেখানে সন্ধ্যা ৬ টা থেকে রাত পৌনে ১২ টা পর্যন্ত আটকে রেখে বিভিন্ন কায়দায় নির্যাতন করেন অভিযুক্তরা।
এসময় তাকে বিবস্ত্র করে স্মার্ট ফোনের মাধ্যমে ভিডিও করে এবং ৫ লাখ টাকা চাঁদার দাবি করা হয়। চাঁদার টাকা না দিলে ধারণ করা ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে সম্মান হানির হুমকি দেন আসামিরা। পরের দিন এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন ইন্টারনেট ব্যবসায়ী আজিজুল হাকিম। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভূক্ত ৫ আসামীকে গ্রেপ্তার ও অশ্লীল ভিডিও ধারনকৃত মোবাইলটি উদ্ধার করে।