মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫ ২:০০ অপরাহ্ণ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কোমরপুরে নবনির্মিত মন্দিরটি পরিদর্শন করেছেন ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শিবনাথ রায়। মঙ্গলবার সকালে মন্দির প্রাঙ্গণে পৌঁছে তিনি মন্দিরের শৈল্পিক স্থাপনা, সুশৃঙ্খল পরিবেশ এবং স্থানীয় মানুষের আন্তরিকতায় মুগ্ধ হয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে রাষ্ট্রদূত শিবনাথ রায় বলেন, বাংলাদেশে এমন আধুনিক, পরিচ্ছন্ন ও মনোমুগ্ধকর ধর্মীয় স্থাপনা গড়ে ওঠা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ভবিষ্যতে এ মন্দিরকে কেন্দ্র করে এলাকার সার্বিক উন্নয়ন উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।
স্থানীয়দের মতে, তাঁর এই সফরের মাধ্যমে কোমরপুর, পলাশবাড়ী ও গাইবান্ধা নতুনভাবে জাতীয় সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছে।
এদিকে মন্দির কর্তৃপক্ষ এক বিবৃতিতে সকল সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের সহযোগিতায়ই মন্দির উন্নয়ন কার্যক্রম আজ এ পর্যায়ে পৌঁছেছে বলে তারা মন্তব্য করেন।