admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০১৯ ১০:২৭ পূর্বাহ্ণ
গুজবে কান না দেওয়ার আহবান জানিয়েছেন সম্পাদকদের সংগঠন-বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) সভাপতি জনাব মোঃ খায়রুল আলম রফিক। সংগঠনের সভাপতি খায়রুল আলম রফিক দেওয়া একান্ত সাক্ষাতকারে বলেন, সাম্প্রতিক সময়ে একটি চক্র অশুভ উদ্দেশ্যে বাংলাদেশে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়াচ্ছে । গুজব রুখতে সরকারের পাশাপাশি কঠোর অবস্থানে রয়েছে বনেক । গুজব রোধে কাজ করছে সংগঠনের নেতৃবৃন্দরা।
সাক্ষাতকার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক,জনপ্রিয় গনমাধ্যম বিডি২৪লাইভডটকমের এডিটর ইন চিফ জনাব আমিরুল ইসলাম আসাদ এবং সিনিয়র সহ-সভাপতি দৈনিক অধিকার পত্রিকার সম্পাদক তাজবীর সজিব। তিনি বলেন, গুজব রোধে প্রশাসনকে আরও নজরদারি বাড়াতে হবে। সচেতনতা বাড়াতে এবং গুজব ছড়ানো কি করে রোধ করা যায় তা নিয়ে আমরা কাজ করছি । তিনি আরও বলেন, গুজব রুখতে প্রযুক্তির পাশাপাশি গোয়েন্দা সংস্থার একটা বড় ভূমিকা আছে নানা ধরনের গুজব রোধে। ফেসবুক তথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার আগে ব্যবহারকারীর ভাবা দরকার আইন প্রয়োগকারী সংস্থা এটি করলে কাউকে রেহাই দেবে না ।
জানা যায়, সংবাদ বা খবরের প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। এ আগ্রহ মেটায় বিভিন্ন ধরনের সংবাদমাধ্যম ও টেলিভিশন। দৈনিক পত্রিকা, ম্যাগাজিন, টেলিভিশন, অনলাইন নিউজপোর্টাল ও হালের সোশ্যাল সাইট সবই প্রভাবশালী ভূমিকা রেখে চলেছে খবরের খোরাক জোগাতে। বাংলাদেশের ৭১টি জনপ্রিয় প্রভাবশালী অনলাইন নিউজ পোর্টাল বনেক সংগঠনে যুক্ত । প্রতিনিয়তই বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করছে এই পোর্টালগুলি ।
পত্রিকাগুলির সম্পাদক ও সংশ্লিষ্ট সাংবাদিকগণ জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার বিবেচনায় দেশের সবচেয়ে প্রভাবশালী মিডিয়া হিসাবে কাজ করছে । পোর্টালগুলির ব্যতিক্রমী পরিবেশনা, বিন্যাস ও বিষয়বস্তুর কারণে খুব অল্প সময়ের মধ্যেই পাঠকের গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। এক কথায় বাংলাদেশী তথা বাংলা ভাষার লোকদের হৃদয়ে দাপটের সঙ্গে দখল করে রয়েছে পোর্টালগুলি ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার উন্নয়ন ও জনমুখী কাজ করে চলেছে। তা সত্ত্বেও অপপ্রচার হচ্ছে। কুৎসা হচ্ছে। সরকারের কাজের সঠিক মূল্যায়ন হচ্ছে না। গুজবকারীদের কোনও কুৎসায় কান না দেওয়ার পরামর্শ দেন বনেক সভাপতি।